এগিয়ে থেকেও জয়ের দেখা পেলো না নর্থইস্ট ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে তিন পয়েন্ট পকেটে পুরলো চেন্নাইয়ান এফসি। করোনা জর্জরিত আইএসএলে শনিবার মাঠে নামে চেন্নাইয়ান এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড। এই ম্যাচে খালিদ জামিলদের ২-১ গোলে হারিয়ে জয় অর্জন করেছে বোজিদার ব্যান্ডোভিচের চেন্নাইয়ান এফসি। টানা ৬ ম্যাচে জয়ের মুখ না দেখা নর্থইস্ট লীগ টেবিলের একদম তলানিতে। অন্যদিকে জয় নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো চেন্নাইয়ান এফসি।
এদিন প্রথমার্ধে এগিয়ে যায় নর্থইস্ট। প্রথম জল পানের বিরতির পর ৩৫ মিনিটের মাথায় প্যাট্রিক ফ্লোটম্যান্টের পাস থেকে গোল করে খালিদ জামিলদের এগিয়ে দেন লালডানমাবিয়া রালতে। প্রথমার্ধের শেষ পর্যন্ত এই লীড ধরে রাখে লীগ টেবিলের একদম শেষে থাকা দলটি।
প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলায় ফেরে চেন্নাইয়ান এফসি। ৫২ মিনিটে রহিম আলির ক্রস থেকে দুরন্ত গোলে চেন্নাইয়ান এফসিকে সমতা এনে দেন ৩০ বর্ষীয় পোলিশ মিডফিল্ডার এরিয়েল বোরিসিক। সমতা ফিরে পাওয়ার পাঁচ মিনিট বাদেই দ্বিতীয় গোলটি এসে যায় চেন্নাই শিবিরে। ৫৮ মিনিটের মাথায় অনবদ্য এক গোলে ব্যান্ডোভিচদের এগিয়ে দেন হাঙ্গেরীর মিডফিল্ডার ভ্লাদিমির কোম্যান। এরপর আর নর্থইস্টকে পাত্তাই দেয়নি চেন্নাইয়ান এফসি। শেষ মিনিট পর্যন্ত এই লীড ধরে রেখে জয় অর্জন করেন অনিরুদ্ধ থাপারা।
নর্থইস্টকে হারিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বর স্থানে উঠে এসেছে চেন্নাইয়ান এফসি। ১২ ম্যাচের পর তাদের পয়েন্ট ১৮। শীর্ষে থাকা কেরালার পয়েন্ট ১১ ম্যাচে ২০ এবং দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুরের পয়েন্ট ১১ ম্যাচে ১৯। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে হায়দরাবাদ এফসি। অন্যদিকে একের পর এক ম্যাচে লাগাতার পয়েন্ট খুইয়ে লীগ টেবিলের একাদশ স্থানে নর্থইস্ট। ১৩ ম্যাচের শেষে নর্থইস্টের পয়েন্ট ৯।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন