জামশেদপুর এফসি বনাম এফসি গোয়া
জামশেদপুর এফসি বনাম এফসি গোয়াছবি ISL-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ISL 2021-22: ড্যানিয়েল চিমা চুকুর একমাত্র গোলে এফসি গোয়াকে হারালো জামশেদপুর এফসি

চলতি আইএসএলের মাঝ পথেই ড্যানিয়েল চিমা চুকুকে ছেঁটে ফেলে এসসি ইস্টবেঙ্গল। গত ১৫ জানুয়ারি তিনি যোগ দেন জামশেদপুর এফসিতে। এফসি গোয়ার বিপক্ষে সেই চিমার একমাত্র গোলেই তিন পয়েন্ট অর্জন করলো ইস্পাত নগরী।
Published on

চলতি আইএসএলের মাঝ পথেই ড্যানিয়েল চিমা চুকুকে ছেঁটে ফেলে এসসি ইস্টবেঙ্গল। এরপর গত ১৫ জানুয়ারি নাইজেরিয়ান ফরোয়ার্ড যোগ দেন চলতি মরশুমে দুরন্ত ছন্দে থাকা জামশেদপুর এফসিতে। শুক্রবার এফসি গোয়ার বিপক্ষে সেই চিমার একমাত্র গোলেই পূর্ণ তিন পয়েন্ট অর্জন করলো ইস্পাত নগরী। আর গোয়াকে হারানোর সাথে সাথেই শীর্ষস্থান দখলের লড়াইয়ে হায়দরাবাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করে দিয়েছেন পিটার হার্টলেরা।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে গোলের মুখ খোলে জামশেদপুর এফসি। লালডিনলিয়ানা রেনথলের পাস থেকে গোল করে ওয়েন সোয়েলের মুখে হাসি ফোটান নাইজেরিয়ান ফরোয়ার্ড ড্যানিয়েল চিমা চুকু। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখেই জয় তুলে নেয় জামশেদপুর।

জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে শুক্রবার জামশেদপুরের বিপক্ষে সমস্ত ম্যাচ জুড়েই দাপট দেখিয়েছে ডেরিক পেরেইরার এফসি গোয়া। পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যায় এদিন মোট ৭০ শতাংশ বল নিজেদের দখলে রাখে গোয়া।এডু বেডিয়া, ইভান গারিড্ডোরা বারবার আক্রমণ করতে থাকেন জামশেদপুরকে। তবে গোলের মুখ খুলতে পারেনি গোয়া। জামশেদপুর গোলরক্ষক রেহেনেশ পারাম্বা গুরুত্বপূর্ণ দুটি সেভ করে দলকে বাঁচান।

গোয়ার বিরুদ্ধে জয় নিয়ে টানা তিন ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করলো জামশেদপুর। ১২ ম্যাচের শেষে ৬ টি জয় এবং ৪ টি ড্র মিলিয়ে ২২ পয়েন্টের সাথে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জামশেদপুর। শীর্ষে থাকা হায়দরাবাদ ওয়েন সোয়েলদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট এগিয়ে রয়েছে। অন্যদিকে এফসি গোয়া ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার নবম স্থানে।

জামশেদপুর এফসি বনাম এফসি গোয়া
Women's Asia Cup: চীনকে ২-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ জয় ভারতীয় দলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in