এফসি গোয়ার সামনে সুযোগ ছিলো লীগ টেবিলের সেকেন্ড লাস্ট বয় নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে পয়েন্ট তালিকায় উন্নতি করার। তবে জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে ডেরিক পেরেইরাদের কাঙ্খিত জয় আসেনি। অ্যালবার্টো নোগেইরার সম্পূর্ণ ম্যাচ জুড়ে দাপট জারি থাকলেও একটির বেশি গোল করতে পারেনি গোয়া।
জিএমসিতে এদিন খেলা শুরুর সাথে সাথেই অবশ্য এগিয়ে গিয়েছিলো নর্থইস্ট। ম্যাচের ঠিক দু মিনিটেই গোল করে খালিদ জামিলদের এগিয়ে দেন নর্থইস্ট অধিনায়ক হেরনান। স্প্যানিশ ডিফেন্ডারের গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধ শেষের আগেই সমতা ফিরে পায় এফসি গোয়া। ৩৯ মিনিটের মাথায় অ্যালবার্টো নোগেইরার পাস থেকে গোল করে ডেরিক পেরেইরাকে সমতা এনে দেন ৩৪ বর্ষীয় স্প্যানিশ ফরোয়ার্ড আইরাম কাবরেরা।
প্রথমার্ধে দুই পক্ষ একটি করে গোল করলেও বাকি সময়ে আর গোলের দেখা পাওয়া যায়নি। এদিন সম্পূর্ণ ম্যাচে দাপট বেশি দেখিয়েছে এফসি গোয়াই। তবে নর্থইস্টের গোলকিপার মিরশাদ মিচু দুরন্ত কিছু সেভ করে দলকে হারের হাত থেকে বাঁচান।
শুক্রবারের এই ম্যাচ ড্র হওয়ায় ১১ ম্যাচের শেষে ১৩ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের আট নম্বর স্থানে রয়েছে এফসি গোয়া। অন্যদিকে ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দশম স্থানে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। নর্থইস্টের নীচে রয়েছে কেবল এসসি ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবিলের শীর্ষ চারে রয়েছে যথাক্রমে কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, হায়দরাবাদ এফসি এবং মুম্বই সিটি এফসি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন