ISL 2021-22: যে কোনো মূল্যে খেতাব জয়ই এখন ফেরান্ডোর একমাত্র লক্ষ্য

লীগ পর্বের শেষ ম্যাচে হায়দরাবাদের কাছে হেরে শিল্ড জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে এটিকে মোহনবাগানের। তার ওপর সাম্প্রতিক ফর্মও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মেরিনার্সদের।
জুয়ান ফেরান্ডো
জুয়ান ফেরান্ডোফাইল ছবি
Published on

লীগ পর্বের শেষ ম্যাচে হায়দরাবাদের কাছে হেরে শিল্ড জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে এটিকে মোহনবাগানের। তার ওপর সাম্প্রতিক ফর্মও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মেরিনার্সদের। আগামীকাল বামবোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে হায়দরাবাদের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামছে এটিকে মোহনবাগান। লীগ শিল্ড জয়ের স্বপ্ন ভঙ্গ হলেও পেছনে তাকাতে নারাজ মেরিনার্সদের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্ডো। অতীত ভুলে সামনের দিকে তাকাতে চান তিনি এবং যে কোনো মূল্যে খেতাব জয়ই এখন ফেরান্ডোর একমাত্র লক্ষ্য।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ফেরান্ডো বললেন, "খুব ভালোখুব ভালো একটা দলের বিরুদ্ধে আমরা মাঠে নামছি। এই মরশুমটা খুব ভালো কেটেছে ওদের। ২০ টি ম্যাচ খেলা হয়ে যাওয়ার পরে হায়দরাবাদ বোধহয় খুব একটা চাপ নিয়ে খেলতে চাইবে না, বরং ফুটবলটাকে উপভোগ করার কথা মাথায় নিয়ে মাঠে নামবে। সে জন্যই ওরা ভালো দল। তবে এই ম্যাচে জিততে তো চাইবেই ওরা। উন্নত ফুটবলও খেলবে।"

ফেরান্ডোর লক্ষ্য এখন জয় ছাড়া কিছুই নেই। সেমিফাইনালের দুটো ম্যাচ জিতেই ফাইনালে যেতে চান তিনি। লীগ পর্বে মেরিনার্সদের হায়দরাবাদ হারাতে পারেনি।তাই সেমিফাইনালে মানসিক দিক থেকে এগিয়ে থাকার প্রসঙ্গে ফেরান্ডো বলেন, "আগের ম্যাচে কী হয়েছে, কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সম্প্রতি দু-তিনটে ম্যাচে কেমন খেলেছি, এগুলোর প্রভাব খুব একটা পড়বে বলে মনে হয় না।কোনও বাড়তি সুবিধা পাব বলে মনে হয় না। ওদের হাল্কা ভাবে নিলেই চাপে পড়তে হবে।"

জামশেদপুরের কাছে শেষ ম্যাচে হেরে শিল্ড হাত ছাড়া হওয়ার ক্ষত এখনও সেরে ওঠেনি সবুজ-মেরুন কোচের। তিনি বলেছেন, "সত্যিই গত ম্যাচে আমাদের পারফরম্যান্স ভাল ছিল না। সোমবারের ম্যাচটা কঠিন হয়ে উঠেছিল আমাদের কাছে। তবে ফুটবলে বর্তমান ও ভবিষ্যৎই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা অতীত, যাকে বদলানো যায় না। অবশ্যই আমরা অতীত থেকে শিক্ষা নিতে পারি। সেই চেষ্টাই করছি। কারণ, বর্তমান ও ভবিষ্যৎ কেমন হবে, তা আমাদেরই হাতে"

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in