ISL: কেরালা ব্লাস্টার্সকে ৩-০ গোলে হারিয়ে টেবিল টপার হায়দরাবাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামশেদপুর

ব্লাস্টার্সকে হারানোর পর ১৪ ম্যাচের শেষে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করেছে জামশেদপুর। শীর্ষে থাকা হায়দরাবাদ এক ম্যাচ বেশি খেলে জামশেদপুরের থেকে এক পয়েন্ট লীডে রয়েছে।
কেরালা ব্লাস্টার্স বনাম জামশেদপুর এফসি
কেরালা ব্লাস্টার্স বনাম জামশেদপুর এফসিছবি ISL-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

পেনাল্টি থেকে গ্রেগ স্টেয়ার্টের জোড়া গোল এবং ড্যানিয়েল চিমা চুকুর অনবদ্য এক গোলের সৌজন্যে কেরালা ব্লাস্টার্সকে হারালো জামশেদপুর। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করা জামশেদপুর এই ম্যাচের পর টেবিল টপার হায়দরাবাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অন্যদিকে ইস্পাত নগরীর কাছে ৩-০ গোলে হেরে পয়েন্ট তালিকার শীর্ষ চারের আসন আপাতত খুইয়ে ফেললো ব্লাস্টার্সরা।

বৃহস্পতিবার প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে এসে পেনাল্টি উপহার পায় জামশেদপুর। স্পট কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি স্কটিশ ফরোয়ার্ড গ্রেগ স্টেয়ার্ট। প্রভসুখান গিলকে সহজেই পরাস্ত করে দলকে এগিয়ে দেন স্টেয়ার্ট।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর সাথে সাথে ফের একবার পেনাল্টি পান ওয়েন সোয়েলরা। আবারও পেনাল্টি কিক নিতে যান স্টেয়ার্ট এবং নিখুঁত ভাবে গোলও করেন। দুটো পেনাল্টি থেকে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পাঁচ মিনিট বাদেই তৃতীয় গোলটি যোগ হয় জামশেদপুরের স্কোরলাইনে। ৫৩ মিনিটের মাথায় শেষ গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ড্যানিয়েল চিমা চুকু।

ব্লাস্টার্সকে হারানোর পর ১৪ ম্যাচের শেষে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করেছে জামশেদপুর। শীর্ষে থাকা হায়দরাবাদ এক ম্যাচ বেশি খেলে জামশেদপুরের থেকে এক পয়েন্ট লীডে রয়েছে। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ব্যাঙ্গালুরু এফসি এবং এটিকে মোহনবাগান। পঞ্চম স্থানে ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স। ব্যাঙ্গালুরু, মোহনবাগান এবং কেরালা তিন দলেরই পয়েন্ট ২৩। তবে ব্যাঙ্গালুরু খেলেছে ১৫ টি ম্যাচ, এটিকে মোহনবাগান খেলেছে ১৩ টি ম্যাচ এবং ব্লাস্টার্স খেলেছে ১৪ টি ম্যাচ।

কেরালা ব্লাস্টার্স বনাম জামশেদপুর এফসি
ISL 2021-22: চেন্নাইয়ান এফসিকে গোল বন্যায় ভাসিয়ে জয় তুলে নিলো এফসি গোয়া

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in