জর্জ পেরেইরা দিয়াজ এবং অ্যাড্রিয়ান লুনা, লাতিন আমেরিকার এই দুই ফুটবলারের দাপটে চেন্নাইয়ান এফসিকে নাস্তানাবুদ করে প্লে অফের লড়াই জারি রাখলো কেরালা ব্লাস্টার্স। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে শনিবার চেন্নাইয়ান এফসিকে ৩-০ গোলে হারিয়েছে ইভান ভুকোমানোভিচের ছাত্ররা। জোড়া গোল করেছেন জর্জ পেরেইরা দিয়াজ এবং একটি গোল করেছেন ও একটি গোল করিয়েছেন অ্যাড্রিয়ান লুনা। চেন্নাইয়ান এফসি আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এদিন নিয়মরক্ষার ম্যাচে নেমে শোচনীয় পরাজয়ের মুখ দেখতে হলো অনিরুদ্ধ থাপাদের।
শনিবার প্রথম থেকেই আলভারো ভাসকেজ এবং জর্জ পেরেইরা দিয়াজ চেন্নাইয়ান শিবিরে একের পর এক আক্রমণ করতে থাকেন। তবে প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেননি ভুকোমানোভিচেরা। ব্লাস্টার্স প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৫২ মিনিটে। অধিনায়ক অ্যাড্রিয়ান লুনার পাস থেকে কেরালাকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জর্জ পেরেইরা দিয়াজ। এই গোলের ঠিক তিন মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করে কেরালা। দ্বিতীয় গোলটিও আসে পেরেইরা দিয়াজের পা থেকে।
২-০ গোলে পিছিয়ে পড়ার পর সমতা ফিরে পাওয়ার জন্য চেষ্টা চালালেও সফল হতে পারেনি চেন্নাইয়ান এফসি। উল্টে ম্যাচের ঠিক ৯০ মিনিটে আরও একটি গোল হজম করে মাঠ ছাড়তে হয় তাদের। ব্লাস্টার্সদের হয়ে তৃতীয় গোলটি করেন দলের অধিনায়ক, উরুগুয়েন মিডফিল্ডার অ্যাড্রিয়ান লুনা। ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে তিন পয়েন্ট পকেটে পুরে নেয় ভুকোমানোভিচ।
চেন্নাইয়ান এফসিকে হারিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে কেরালা ব্লাস্টার্স। ১৮ ম্যাচের শেষে কেরালার পয়েন্ট ৩০। পঞ্চম স্থানে নেমে যাওয়া মুম্বই সিটি এফসির পয়েন্ট ১৭ ম্যাচে ২৮। অন্যদিকে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়া চেন্নাইয়ান এফসির পয়েন্ট ১৯ ম্যাচে ২০। পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছেন অনিরুদ্ধ থাপারা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন