ISL 2021-22: এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এলো কেরালা ব্লাস্টার্স

গত ম্যাচে জামশেদপুরের কাছে ৩-০ গোলে শোচনীয় হারের পর আজকের জয় অনেকটাই আত্মবিশ্বাস দেবে কেরালাকে। সেই সঙ্গে শীর্ষ চারের লড়াইয়ে ভালো জায়গায়ও রয়েছে তারা। যদিও লড়াই চলছে খুব কাঁটায় কাঁটায়।
কেরালা ব্লাস্টার্স বনাম এসসি ইস্টবেঙ্গল
কেরালা ব্লাস্টার্স বনাম এসসি ইস্টবেঙ্গলছবি ISL-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

আরও একটি হারের মুখ দেখলো এসসি ইস্টবেঙ্গল। কিক অফের আগে আইএসএলের মঞ্চে শেষ তিন বারের দেখায় তিনবারই কেরালা ব্লাস্টার্স বনাম এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ শেষ হয়েছিলো ১-১ ব্যবধানে ড্রয়ের মাধ্যমে। তবে এবার তা হয়নি। জিততে ভুলে যাওয়া এসসি ইস্টবেঙ্গল আরও একবার হার স্বীকার করলো। তিলক ময়দান স্টেডিয়ামে লাল-হলুদদের ১-০ গোলে হারিয়ে তিনে উঠে এসেছে কেরালা।

প্রথমার্ধে কেরালা বারংবার আক্রমণ করেও গোলের মুখ খুলতে পারেনি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় অ্যাড্রিয়ান লুনারা। ৪৭ মিনিটের মাথায় লালথাথাঙ্গার পাস থেকে গোল করে কেরালাকে এগিয়ে দেন বসনিয়া-হারজগোভিনার ৩১ বর্ষীয় ডিফেন্ডার এনেস সিপোভিচ। শেষ পর্যন্ত এই একটি মাত্র গোলের লীডই ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেন ইভান ভুকোমানোভিচেরা।

গত ম্যাচে জামশেদপুরের কাছে ৩-০ গোলে শোচনীয় হারের পর আজকের জয় অনেকটাই আত্মবিশ্বাস দেবে কেরালাকে। সেই সঙ্গে শীর্ষ চারের লড়াইয়ে ভালো জায়গায়ও রয়েছে তারা। যদিও লড়াই চলছে খুব কাঁটায় কাঁটায়। এসসি ইস্টবেঙ্গল শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচেই ড্র করতে সক্ষম হয়েছে। বাকি চার ম্যাচে শোচনীয় পরাজয়ের মুখ দেখেছে মারিয়ো রিভেরার দল।

এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানও দখল করে ফেলেছে কেরালা। ১৫ ম্যাচ খেলে ব্লাস্টার্সদের পয়েন্ট ২৬। ৭ টি ম্যাচ জিতেছে এবং ৫ টি ম্যাচে ড্র করেছে তারা। অন্যদিকে চলতি আইএসএলে মাত্র ১ টি ম্যাচ জেতা এসসি ইস্টবেঙ্গল রয়েছে লীগ টেবিলের দশম স্থানে। ১৭ ম্যাচ খেলে ইস্টবেঙ্গল সংগ্রহ করেছে ১০ পয়েন্ট।

কেরালা ব্লাস্টার্স বনাম এসসি ইস্টবেঙ্গল
ISL 2021-22: ওড়িশাকে গোল বন্যায় ভাসিয়ে জয় তুলে নিলো মুম্বই সিটি এফসি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in