এই নিয়ে টানা তিন দিন স্থগিত করা হলো আইএসএলের ম্যাচ। কোভিডের কারণে একের পর এক ম্যাচ স্থগিত রাখা হলেও টুর্নামেন্ট স্থগিত করার কথা ভাবছে না আইএসএল কর্তৃপক্ষ। ক্লাবগুলোর সাথে বৈঠকের পর লীগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার স্থগিত রাখা হয় হায়দরাবাদ এফসি বনাম জামশেদপুর এফসি-র ম্যাচ। আইএসএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবারের ম্যাচে জামশেদপুর এফসি দল নামানোর মতো পরিস্থিতিতে নেই। এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে তা নতুন সূচীতে জানানো হবে।
জৈব সুরক্ষা বলয়ে থাকা সকলের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে মেডিক্যাল টিমের পরামর্শ নিয়ে সোমবারের ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে একইভাবে মাঠে দল নামাতে পারেনি কেরালা ব্লাস্টার্স। তারও আগে জামশেদপুর এফসি।
এই নিয়ে চলতি আইএসএলের মোট ৪ টি ম্যাচ স্থগিত করা হলো। প্রথম এটিকে মোহনবাগান এবং ওড়িশা এফসি-র ম্যাচ স্থগিত রাখা হয়। এরপর গত শনিবার এটিকে মোহনবাগান বনাম ব্যাঙ্গালুরু এফসি-র ম্যাচ স্থগিত করা হয় দুই দলে একাধিক তারকা কোভিড আক্রান্ত হওয়ায়। রবিবার স্থগিত রাখা হয় কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি এফসি-র ম্যাচ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন