নেরিজুস ভালসকিসের জোড়া গোলে এফসি গোয়াকে হারালো জামশেদপুর এফসি। মুম্বই সিটি এফসি-র পর জামশেদপুরের কাছেই হেরে পয়েন্টের খাতা খুলতে ব্যর্থ জুয়ান ফেরান্ডোর দল। গোয়ার বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে শুক্রবার এফসি গোয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে আইএসএল ২০২১-২২ মরশুমের প্রথম জয়ের স্বাদ পেলো জামশেদপুর এফসি।
নিজেদের প্রথম ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছিলেন ওয়েন সোয়েলরা। এফসি গোয়া নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-র কাছে হেরেছিলো ৩-০ গোলে। বাম্বোলিমে তাই আজ প্রথম জয়ের আশায় মাঠে নেমেছিলো দুই দল। প্রথমার্ধে দুই দল গোলশূন্য ড্র-তে শেষ করে। বল পজিশনের ক্ষেত্রে জামশেদপুরকে গোয়া পাত্তা না দিলেও আক্রমণে নজর কাড়ে সোয়েলের দল।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে গোলের দেখা পায় জামশেদপুর এফসি। স্কটিশ ফরোয়ার্ড গ্রেগ স্টেয়ার্টের বাড়ানো পাস থেকে গোল করে জামশেদপুরকে এগিয়ে দেন নেরিজুস ভালসকিস। প্রথম গোলের ঠিক দশ মিনিট বাদেই আবারও স্টেয়ার্ট-ভালসকিস জুটি আলো ছড়ান। স্টেয়ার্টের পাস থেকে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ৩৪ বর্ষীয় লিথুয়ানিয়া স্ট্রাইকার নেরিজুস ভালসকিস।
ম্যাচের বয়স যখন ৮০ মিনিট, তখন গোয়ার জালে তৃতীয় গোলটি জড়ায় জামশেদপুর। ২৬ বর্ষীয় অজি ফরোয়ার্ড জর্ডান মুরে দলকে এগিয়ে দেন ৩-০ ব্যবধানে। ৮৬ মিনিটের মাথায় জর্জ অত্রিজের পাস থেকে এফসি গোয়ার হয়ে একটিমাত্র গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড আইরাম কাবরেরা। ৩-১ ব্যবধানে জয় অর্জন করেন ওয়েন সোয়েল এন্ড কোং।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন