লীগ টেবিলের তলানিতে থাকা দুই দল মাঠে নেমেছিলো নিয়মরক্ষার ম্যাচে। এসসি ইস্টবেঙ্গল এবং নর্থইস্ট ইউনাইটেড দুই পক্ষই অনেক আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। চলতি আইএসএলে চরম ব্যর্থ দুই দল শেষ বেলায় সম্মান রক্ষার ম্যাচে এদিন ১-১ ব্যবধানে ড্র করেছে। নর্থইস্ট প্রথমার্ধে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় লাল-হলুদরা।
তিলক ময়দান স্টেডিয়ামে এই ম্যাচে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে গোলের দেখা পায় নর্থইস্ট। ৩২ বর্ষীয় অস্ট্রিয়ান মিডফিল্ডার মার্কো সাহানেক গোল করে এগিয়ে দেন খালিদ জামিলদের। প্রথমার্ধে লীড পেলেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দেশর্ন ব্রাউনের দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি উপহার পায় এসসি ইস্টবেঙ্গল। ৫৫ মিনিটের মাথায় স্পট কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি ২৯ বর্ষীয় ক্রোয়েট মিডফিল্ডার অ্যান্টেনিও পেরেসোভিচ। ম্যাচের শেষ পর্যন্ত এই সমতাই বজায় থাকে। রিভেরা এবং জামিলকে সন্তুষ্ট থাকতে হয় এক-এক পয়েন্ট নিয়েই।
আজকের ম্যাচের পর চলতি আইএসএলের পয়েন্ট তালিকায় দশম স্থানে রয়েছে নর্থইস্ট। ২০ টি ম্যাচ খেলে ফেলেছেন খালিদ জামিলেরা এবং পয়েন্ট সংগ্রহ করেছে ১৪। এই মরশুমে মাত্র ৩ টি জয় এবং ৫ টি ড্র করতে পেরেছে নর্থইস্ট। গোল করেছে মোট ২৫ টি এবং গোল হজম করেছে ৪৩ টি। এসসি ইস্টবেঙ্গল রয়েছে পয়েন্ট টেবিলের একদম শেষে। ১৯ ম্যাচে লাল-হলুদদের পয়েন্ট ১১। এই মরশুমে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচেই জয় পেয়েছে তারা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন