দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জয়ের মুখ দেখলো এসসি ইস্টবেঙ্গল। চলতি আইএসএলে টানা ১১ ম্যাচ পর প্রথম তিন পয়েন্ট অর্জন করলো লাল-হলুদদেরা। বুধবার এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে মারিয়ো রিভেরার দল।
কোচ হিসেবে ইস্টবেঙ্গলের ডাগ আউটে জয় দিয়েই অভিযান শুরু করলেন রিভেরা। নতুন কোচের অধীনে করোনাকে কাটিয়ে সোমবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিলো এসসি ইস্টবেঙ্গল। মাত্র দুদিনের অনুশীলনের পরেই বুধবার এফসি গোয়ার বিপক্ষে নেমে পড়ে লাল-হলুদদেরা।
এদিন ম্যাচের ১০ মিনিটের মধ্যেই এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। এফসি গোয়ার ভুলের সুযোগ নিয়ে লাল হলুদদের শুরুতেই এগিয়ে দেন নওরেম সিং। প্রথম জল পানের বিরতি পর্যন্ত এই লীড ধরে রাখে ইস্টবেঙ্গল। তবে গোলের জন্য মুখিয়ে থাকা এফসি গোয়া ৩৭ মিনিটে সমতা ফিরে পেয়ে যায়। জর্জ অর্তিজের থ্রু পাস থেকে দুরন্ত শটে লাল-হলুদদের জালে বল জড়িয়ে দেন অ্যালবার্ট নোগেইরা।
সমতা ফিরে পাওয়ার পাঁচ মিনিট বাদেই আবারও পিছিয়ে পড়তে হয় ডেরিক পেরেইরাদের। ৪২ মিনিটের মাথায় এফসি গোয়ার মিস পাস থেকে বল ধরে এসসি ইস্টবেঙ্গলকে ২-১ গোলে এগিয়ে দেন সেই নওরেম সিং। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখে চলতি মরশুমের প্রথম জয় তুলে নেয় এসসি ইস্টবেঙ্গল।
এই জয়ের ফলে লীগ টেবিলের দশম স্থানে উঠে এসেছে এসসি ইস্টবেঙ্গল। ১২ ম্যাচে ৯ পয়েন্ট তাদের। ইস্টবেঙ্গলের সমান পয়েন্ট নিয়ে সবের নীচে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এফসি গোয়া রয়েছে নবম স্থানে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন