শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হার বাঁচালো এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদদের প্লে অফে যাওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। এখন তাদের লড়াই শুধু সম্মান রক্ষার। সেই লড়াইয়েই বুধবার তিলক ময়দান স্টেডিয়ামে নেমে ছিলো এসসি ইবি। কিন্তু এদিনও সেই রক্ষণভাগের হতশ্রী ছবি দেখা গেলো আদিল খানদের খেলায়। তবে শেষ মুহূর্তে লালরিনলিয়ানার গোলে চেন্নাইয়ের বিপক্ষে হার বাঁচালেন মারিয়ো রিভেরারা। ম্যাচের ফলাফল ২-২ ব্যবধানে ড্র।
তিলক ময়দান স্টেডিয়ামে খেলা শুরুর সাথে সাথেই পিছিয়ে পড়ে এসসি ইস্টবেঙ্গল। চেন্নাইয়ের জেরি লালরিজুলার ক্রস হীরা মণ্ডল ক্লিয়ার করার পরিবর্তে, তাঁর পায়ে লেগেই বল জড়িয়ে যায় নিজেদের জালে। ম্যাচের ২ মিনিটে আত্মঘাতী গোল করে চেন্নাইয়ান এফসিকে এগিয়ে দেয় ইস্টবেঙ্গল। ম্যাচের ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন বোজিদার ব্যান্ডোভিচরা। এবার আবারও সেই হীরা মণ্ডলের ভুলে গোল হজম করতে হয় তাঁদের। হীরার মিস পাস থেকেই বল ধরে চেন্নাইয়ের হয়ে গোল করে যান নিংথই মিতেই।
প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়া এসসি ইস্টবেঙ্গল প্রথম গোলের মুখ খোলে ম্যাচের ৬১ মিনিটে। পেনাল্টি বক্সের ঠিক বাইরে ইস্টবেঙ্গল অধিনায়ক আদিল খানকে ফাউল করে বসেন জার্মানপ্রীত সিং। ফ্রি-কিক থেকে দূরপাল্লার দুরন্ত শটে বিশ্বমানের গোল করে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমান ড্যারেন সিডোয়েল। এরপর নির্ধারিত সময়ের শেষে ইনজুরি সময়ে ইস্টবেঙ্গলের হয়ে সমতাসূচক গোলটি করেন লালরিনলিয়ানা নামতে। কর্নার থেকে আসা বল লক্ষ্য করে হেডে গোল করেন ৭৭ মিনিটে পরিবর্তে নামা নামতে।
আজকের ম্যাচের পর পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে চেন্নাইয়ান এফসি। ১৪ ম্যাচের শেষে ১৯ পয়েন্ট তাদের। ১৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দশম স্থানে এসসি ইস্টবেঙ্গল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন