চলতি আইএসএলের মরশুমে দশ ম্যাচের শেষে এখনও জয় অধরা এসসি ইস্টবেঙ্গলের। তবে শুক্রবার ভাস্কো দা গামার তিলক ময়দান স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বইকে আটকে দিয়েছে লাল-হলুদদেরা। ম্যাচ শেষ হয়েছে গোল শূন্য ড্রয়ের মাধ্যমে। জমজমাট রক্ষণভাগ নিয়ে মুম্বইয়ের সমস্ত প্রয়াসকে ব্যর্থ করে দিয়েছে লীগ টেবিলের তলানিতে থাকা মারিয়ো রিভেরার দল। এই ড্রয়ের ফলে শেষ চার ম্যাচে জয়ের মুখ দেখতে পেলেননা দেস বাকিংহ্যাম ও তাঁর ছেলেরা।
বল দখলের লড়াইয়ে এসসি ইস্টবেঙ্গল মুম্বই সিটির কাছে পাত্তাই পায়নি। মুম্বই এদিন মোট ৭১ শতাংশ বল নিজেদের দখলে রাখে। লাল-হলুদদেরা রাখে মাত্র ২৯ শতাংশ বল। তবে বল দখলে রাখলেও প্রথম থেকেই ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে ইগোর আঙ্গুলো, মোর্তাদা ফলরা। প্রথমার্ধে দুই দলই বিশেষ কিছু ছাপ ফেলতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারতো মুম্বই সিটি। তবে অরিন্দমের দুরন্ত প্রদর্শনে মুম্বই জালে বল জড়াতে পারেনি। ৫৮ মিনিটে ইস্টবেঙ্গলের সামনে সুযোগ ছিলো গোল করার। তবে হাওকিপ সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। এরপর সম্পূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গলের রক্ষণভাগে আদিল খান এবং হীরা মন্ডল প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকেন। মুম্বই প্রচেষ্টা চালালেও বলকে জালে ছোঁয়াতে পারেনি। ম্যাচ শেষ হয়েছে গোল শূন্য ড্রয়ের মাধ্যমে।
তিলক ময়দানে এই ড্রয়ের ফলে লীগ টেবিলের শীর্ষস্থান কার্যত সাময়িক ভাবে পুনরুদ্ধার করলো মুম্বই। ১০ ম্যাচে ১৭ পয়েন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ এবং ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এটিকে মোহনবাগান। তৃতীয় স্থানে থাকা জামশেদপুরের পয়েন্ট ১০ ম্যাচে ১৬। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের একদম শেষে অবস্থান করছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন