শেষ মুহূর্তে মুম্বই সিটি এফসির ত্রাতা হয়ে উঠলেন বিক্রম প্রতাপ সিং। বিক্রমের একটি মাত্র গোলেই বোজিদার ব্যান্ডোভিচদের হারিয়ে তিন পয়েন্ট অর্জন করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টানা সাত ম্যাচ পর আবারও জয়ের মুখ দেখলো দেস বাকিংহ্যামের দল। সেই সঙ্গে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে মৌর্তাদা ফলের নেতৃত্বাধীন মুম্বই।
ফতোর্দার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই। দুই অর্ধে মুম্বই অনেক গুলো আক্রমণ করেও গোলের মুখ খুলতে পারছিলো না। চেন্নাইয়ের গোলরক্ষক দেবজিৎ মজুমদার অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সেভ করে ইগোর আঙ্গুলোদের প্রয়াস ব্যর্থ করেন।
অবশেষে ৮৫ মিনিটের মাথায় কাঙ্খিত গোলটি পায় মুম্বই সিটি। দেস বাকিংহ্যাম ৮৪ মিনিটের মাথায় ইগোর আঙ্গুলোর পরিবর্তে মাঠে নামান অজি ফরোয়ার্ড ব্র্যাড্ডেন ইনমানকে। মাঠে নেমেই দুরন্ত এক পাস বাড়ান ইনমান। সেই বল থেকেই চেন্নাইয়ের জালে বল জড়িয়ে দেন ২০ বর্ষীয় তরুণ ভারতীয় ফরোয়ার্ড বিক্রম প্রতাপ। বিপিন থাপারের বদলি হিসেবে নামা বিপিনের একমাত্র গোলে চেন্নাইকে হারায় মুম্বই সিটি।
এই জয়ের পর পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি। ১৪ ম্যাচের ৬ টিতে জিতে এবং ৪ টিতে ড্র করে ২২ পয়েন্ট অর্জন করেছে তারা। চেন্নাইয়ান এফসি রয়েছে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে। ১৫ ম্যাচের শেষে ১৯ পয়েন্ট তাদের। চেন্নাইয়ান এফসি এখনও পর্যন্ত ৫ টি ম্যাচ জিতেছে এবং ৪ টি ম্যাচ ড্র করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন