'কতটা খারাপ সময় কাটিয়েছি বোঝানো সম্ভব নয়', নর্থ ইস্টকে ৫ গোলে হারিয়ে মন্তব্য ইস্টবেঙ্গল অধিনায়কের

People's Reporter: ম্যাচ জয়ের পর ক্লেটন জানান, কেরালা ব্লাস্টার্স ম্যাচের পর সাপোর্ট স্টাফরা যেভাবে আমার পাশে থেকেছে, এর জন্য আমি কৃতজ্ঞ। হার মানিনি লড়াই চালিয়ে গেছি।
ক্লেটন
ক্লেটনছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

ক্লেটন সিলভা ইস্টবেঙ্গল অধিনায়ক। কেরালা ব্লাস্টার্স ম্যাচে পেনাল্টি মিস করে খলনায়ক হয়ে যান। কিন্তু নর্থ ইস্টকে সোমবার যুবভারতীতে ৫-০ গোলে হারানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ব্রাজিলিয়ান তারকার। তিনি জোড়া গোল করেন।

ম্যাচ জয়ের পর তিনি জানান, "কেরালা ব্লাস্টার্স ম্যাচের পর সাপোর্ট স্টাফরা যেভাবে আমার পাশে থেকেছে, এর জন্য আমি কৃতজ্ঞ। হার মানিনি, লড়াই চালিয়ে গেছি। ফুটবলে ভালো-খারাপ দু-রকম দিনই আসবে। আমরা সবসময় চাই ভালো দিন বেশি আসুক। অনেকেই হয়তো জানে না আমরা কতটা পরিশ্রম করি। চার ম্যাচে জয় না পাওয়ায় আমরা কতটা কঠিন পরিস্থিতিতে কাটিয়েছি বোঝানো সম্ভব নয়। আইসএলে প্রতিটা ম্যাচই কঠিন।

তিনি আরও বলেন, "নর্থ ইস্ট ম্যাচটা মোটেও সহজ ছিল না। জয়টা অবশ্যই সন্তুষ্টির। এর আগে এভাবে না খেলার ফলে আমরা অনেক পয়েন্ট খুইয়েছি। গত চার ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছি আমরা। তিন পয়েন্ট পেয়ে খুবই ভালো লাগছে। এই লিগে এটাই দেখা যাচ্ছে যে, যাদের শারীরিক সক্ষমতা বেশি, যারা তার সুবিধা নিতে পারছে, তারা সফল হচ্ছে। আমাদেরও এ ভাবেই খেলার জন্য তৈরি থাকতে হবে"।

পাশাপাশি ক্লেটন বলেন, "নর্থ ইস্টের মতো ভালো দলের বিরুদ্ধে এত ভালো খেলাটা খুবই ভালো ব্যাপার। ৫-০ করেছি বলে ভাববেন না ওরা খারাপ দল। ওরা যথেষ্ঠ ভালো দল। অসাধারণ সব খেলোয়াড় আছে ওদের। ওদের মতো দলের বিরুদ্ধে পাঁচ গোলে জেতা। সত্যিই স্মরণীয়"।

ক্লেটন
ISL 2023-24: নন্দকুমারের ম্যাজিকেই নর্থ ইস্টকে ৫-০ গোলে হারিয়ে জয়ে ফিরলো ইস্টবেঙ্গল
ক্লেটন
মুখ্যমন্ত্রীর সভা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, ৮ দিন আগেই বন্ধ শিলিগুড়ি প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in