মরশুমের শুরুটা দুর্দান্ত হলেও গত পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে মোহনবাগান । যদিও আইএসএলে তারা এখনও পর্যন্ত অপরাজিত। কিন্তু এএফসি কাপে পরপর তিনটি ম্যাচে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছে মোহনবাগান। এ মরশুমে এই প্রথম দুঃসময়ের মুখোমুখি হয়েছে সবুজ-মেরুন বাহিনী। দলে একঝাঁক নির্ভরযোগ্য খেলোয়াড়ের চোট থাকার কারণে পূর্ণশক্তি নিয়ে কোনও ম্যাচেই দল নামানো সম্ভব হচ্ছে না এবং ফলাফলও প্রত্যাশিত হচ্ছে না।
আইএসএলে গত ম্যাচে শেষ মুহূর্তে জোড়া গোল করে দলের মান বাঁচান দুই ডিফেন্ডার ব্রেন্ডান হ্যামিল ও আশিস রাই। দিমিত্রি পেট্রাটসের মতো দায়িত্ব নিয়ে গোল করতে পারছেন না জেসন কামিংস, আরমান্দো সাদিকুরা। তবে শুক্রবারের গুয়াহাটিতে নর্থ ইস্ট ম্যাচে ফিরছেন দিমিত্রি।
এই নর্থ ইস্টকেই ৫ গোল দিয়েছিল ইস্টবেঙ্গল। যদিও তাদের সহজ প্রতিপক্ষ মানতে নারাজ বাগান কোচ। জুয়ান ফেরান্দোর সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা এদিন কোচিং করবেন । কারণ জুয়ান ওড়িশা ম্যাচে লাল কার্ড দেখে মাঠের বাইরে এই ম্যাচে।
ম্যাচের আগে সাংবাদিকদের কাছে পেট্রাটসের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মিরান্ডা বলেন, “যে কোনও ম্যাচে সব খেলোয়াড়দের পাওয়াটা জরুরি ঠিকই। সেক্ষেত্রে দল বাছাই করার সময় অনেক বিকল্প খোলা থাকে। দলের সেরা স্ট্রাইকারকে পাওয়া গেলেও তা খুবই ইতিবাচক ব্যাপার। সবার প্রতি শ্রদ্ধা বজায় রেখেই দিমিত্রিকে সেরা বললাম ওর সাম্প্রতিক ও গত মরশুমের পারফরম্যান্সের জন্য। জেসন, আরমান্দো ও সুহেলের সঙ্গে দিমিকেও পেলে দলের পক্ষে তা খুবই ভাল খবর”।
নর্থ ইস্টকে নিয়ে তিনি বলেন, কোনও দলকেই আমরা খাটো করে দেখি না। যে কোনও দলের বিরুদ্ধেই তিন পয়েন্ট পাওয়ার সমান সুযোগ থাকে। এই ম্যাচেও সেরকমই সুযোগ রয়েছে আমাদের সামনে। নর্থইস্টের গত ম্যাচের দিকে তাকালে দেখবেন প্রথমার্ধেই ওরা ৩-৪ গোলে এগিয়ে যেতে পারত। ওরা যথেষ্ট ভাল ও গোছানো দল। আমি তো বলব আইএসএলের অন্যান্য কয়েকটি দলের তুলনায় ওরা অনেক বেশি গোছানো”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন