যুবভারতীতে শেষ ম্যাচে নর্থ ইস্টকে ৫-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসে ভরপুর কুয়াদ্রাতের ছেলেরা। কিন্তু দলের মধ্যে আত্মতুষ্টির কোনো জায়গা রাখতেই চাইছেন না ইস্টবেঙ্গল কোচ। তাঁর মতে মাটিতে পা রেখে চলাই শ্রেয়। কারণ লিগ এখনও অনেক বাকি।
শনিবার যুবভারতীতে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে ইস্টেবেঙ্গল। তার আগে কুয়াদ্রাত জানান, "আমরা বাস্তবের মাটিতে পা রেখে চলতে চাই। আমরা ঘরের মাঠে একটা ম্যাচ জিতেছি। চারটে ম্যাচ না জেতার পরেও একটা জয় একটা দলকে সাফল্যে ফেরাতে পারে। তবে আমরা সতর্ক। নিজেদের কাজটা ঠিকমতো করে যেতে হবে। আমাদের এখন লক্ষ্য হচ্ছে ৩ পয়েন্ট।"
পাঞ্জাব এফসি লিগ টেবলের একেবারে নীচের দিকে থাকলেও তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল লাল-হলুদ কোচ। তিনি বলেন, “পাঞ্জাব ভালো দল। ওরা কয়েকমাস আগেই আই লিগ জিতে এসেছে। আই লিগ জয়ী দলের অনেক সদস্যকেই তারা ধরে রেখেছে। ওদের কোচও খুব ভালো। পাঞ্জাবের বিদেশি ফুটবলাররাও বেশ দক্ষ। বেঙ্গালুরুর বিরুদ্ধে ওরা খুব ভালো খেলেছিল।
প্রতিপক্ষে যে কয়েকজন ভালো ফুটবলার রয়েছেন, তা মনে করিয়ে দিয়ে কুয়াদ্রাত বলেন, "ওদের বিরুদ্ধে নেমে আমাদের সতর্ক থাকতে হবে। ওরা আটটা ম্যাচে জিততে পারেনি। একটা জয়ের জন্য মরিয়া এখন। সুযোগ দিলেই ওরা কাজে লাগাবেই। তাই সুযোগ দেওয়া যাবে না। আমাদেরও সুযোগ হাতছাড়া করলে চলবে না। জুয়ান মেরা ওদের দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়। ওর টেকনিক্যাল দক্ষতা এবং ড্রিবলিং খুবই ভালো"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন