বুধবার কেরালার মাঠে কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। কার্ড সমস্যার জন্য লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত ডাগ আউটে থাকবেন না। কোচিং করাবেন তাঁর সহকারী বিনো জর্জ।
আইএসএলের পয়েন্ট তালিকায় ১১ নম্বরে ইস্টবেঙ্গল। বুধবার কেরালা ব্লাস্টার্সের ঘরের মাঠে জয়ের লক্ষ্যে নামবে লাল-হলুদ। তার আগে ইস্টবেঙ্গলের সহকারী কোচ বিনো জর্জ বলেন, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দল নামাতে পেরে আমি খুশি। তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে আমি প্রত্যয়ী। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই খেলবো। আমাদের ছেলেরা তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, 'ওরা (ব্লাস্টার্স) ওদের শেষ তিন ম্যাচে কী রকম খেলেছে, তা আমরা দেখেছি। আমরা ওদের হারানোর মতো একটা পরিকল্পনা নিয়েই এসেছি। আমরা জেতার জন্যই ঝাঁপাবো'।
নন্দকুমারের পাশাপাশি ক্রেসপোও চোটের জন্য খেলতে পারবেন না। বিনো জানান, শ্যামল বেসরা আর মহীতোষ রায়ের জন্য আমি খুব খুশি। শুধু ওরা দু’জন নয়, আমন সিকে, জেসিন টিকে, পিভি বিষ্ণুর মতো আরও কয়েকজনকে রিজার্ভ দল থেকে সিনিয়র দলে নেওয়া হয়েছে। কেরালা ব্লাস্টার্সও তাই করেছে। এরা যে আইএসএলে ভালো ভালো দলের বিরুদ্ধে খেলতে পারছে, সে জন্য আমি খুশি। সিনিয়র দলে সুযোগ পাওয়াটাই এখন জুনিয়রদের কাছে বড় মোটিভেশন। আমারও সে জন্য রিজার্ভ খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে ভাল লাগে। ওরা সিনিয়র দলে এলে আমার আরও ভালো লাগে। আমাদের হেড কোচ কার্লস কুয়াদ্রাত যে তরুণ ফুটবলারদের ওপর আস্থা রাখছেন ও তাদের আরও বড় মঞ্চে খেলার সুযোগ দিচ্ছেন, সে জন্য আমি খুশি"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন