ISL 2023-24: পাঞ্জাব ম্যাচ হেরে আইএসএল থেকে বিদায় ইস্টবেঙ্গলের, তবুও হতাশ নন কুয়াদ্রাত

People's Reporter: ইস্টবেঙ্গল হারলেও হতাশ নন লাল হলুদ কোচ কার্লস কুয়াদ্রাত। ম্যাচের পরে তিনি বলেন, শুরুটা আমরা ভালোই করেছিলাম। বেশ কয়েকটা গোলের সুযোগও তৈরি করেছিলাম।
গতকাল ম্যাচের দৃশ্য
গতকাল ম্যাচের দৃশ্যছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

পাঞ্জাব ম্যাচ জিতলেও অনেক অঙ্কের দিকে তাকিয়ে থাকতে হত ইস্টবেঙ্গলকে। কিন্ত জেতাই হলো না। দিল্লিতে পাঞ্জাব এফসির কাছে ৪-১ গোলে হেরে আইএসএল থেকে বিদায় ইস্টবেঙ্গলের।

বুধবার ম্যাচে প্রভশুখন গিল আর সৌভিক চক্রবর্তীর না থাকাটা ফ্যাক্টর হল লাল হলুদের। একইসঙ্গে এদিন ফের খারাপ রেফারির শিকার ইস্টবেঙ্গল বলে অভিযোগ। পাঞ্জাব গোলকিপারকে নিশ্চিত লাল কার্ড দেখায়নি রেফারি। ফলে এই মরসুমে আইএসএল শেষ ইস্টবেঙ্গলের।

ইস্টবেঙ্গল হারলেও হতাশ নন লাল হলুদ কোচ কার্লস কুয়াদ্রাত। ম্যাচের পরে তিনি বলেন, "শুরুটা আমরা ভালোই করেছিলাম। বেশ কয়েকটা গোলের সুযোগও তৈরি করেছিলাম, তার মধ্যে কয়েকটা হাফ চান্সও ছিল। শুরুতেই গোল করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের। ওরা প্রথমে গোল করার পরও আমাদের ছেলেরা লড়াই করেছে। আমরা সমতা আনি। দ্বিতীয় গোলটা খুবই দুর্ভাগ্যজনক। যার ফলে আমাদের পরিস্থিতি অনেক কঠিন হয়ে যায়। তাও চেষ্টা করেছিলাম। কিন্তু হয়নি।"

ডুরান্ড কাপ রানার্স, সুপার কাপ জয় আর আইএসএল ইতিহাসে নিজেদের সবচেয়ে ভালো পারফরম্যান্স - সব মিলিয়ে স্বাভাবিকভাবেই গর্বিত কুয়াদ্রাত। তাঁর কথায়, "গত তিন মরসুমে ক্লাবের পারফরম্যান্স যে রকম নেতিবাচক হয়, তাতে পরিবর্তন আনার জন্যই আমার এখানে আসা। সেদিক থেকে দেখতে গেলে আমি খুশি যে অনেক কিছুই পরিবর্তন এসেছে। আইএসএলে আমাদের সবচেয়ে ভালো পারফরম্যান্স এই মরসুমেই হয়েছে। বহুকাল পর আমরা ট্রফি জয়ের জন্য লড়েছি, ট্রফি জিতেওছি। গত পাঁচ বছর আমরা কোনও ফাইনালে উঠতে পারিনি। এ বার উঠেছি এবং চ্যাম্পিয়নও হয়েছি। এশীয় স্তরের টুর্নামেন্টে খেলার সুযোগও অর্জন করেছি"।

তিনি বলেন, "আমরা নতুন করে শুরু করার দিকে এগোচ্ছি। পরের মরসুমের জন্য পরিকল্পনা তৈরি করা শুরু করে দিয়েছি। পরের মরসুমের জন্য এমন একটা স্কোয়াড তৈরি করতে হবে, যা আমাদের আইএসএল প্লে-অফে পৌঁছে দিতে পারবে এবং খেতাবি লড়াইয়ে দলকে জেতাতে পারবে।"

গতকাল ম্যাচের দৃশ্য
UEFA Champions League: বায়ার্নের বিরুদ্ধে ড্র আর্সেনালের, রিয়েল-সিটি ম্যাচও অমীমাংসিত
গতকাল ম্যাচের দৃশ্য
David: আই লিগ জয়ী মহামেডানের গোলমেশিনকে নিচ্ছে ইস্টবেঙ্গল!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in