টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কেরালার মাঠে কেরালা ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। যদিও লড়াইটা সহজ ছিল না। প্রথমার্ধের শেষে ১-১ ফলাফল ছিল। কিন্তু ম্যাচ শেষে স্কোরলাইন ছিল ইস্টবেঙ্গল ৪ এবং কেরালা ২।
জোড়া গোল করেন সল ক্রেসপো এং নাওরেম মহেশ। প্রথমে দাইসুকের আত্মঘাতী গোল দেওয়া হলেও পরে সেটা মহেশকে দেওয়া হয়। জয়ের ফলে ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এল কার্লেস কুয়াদ্রাতের দল।
সমসংখ্যক ম্যাচ খেলে এক পয়েন্ট বেশি পেয়ে ছয় নম্বরে বেঙ্গালুরু এফসি। যুবভারতীতে পরের ম্যাচে সুনীল ছেত্রীদের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। এই ম্যাচটাই টেবিলে পার্থক্য গড়ে দিতে পারে।
ম্যাচ জয়ের পর বিনো জর্জ বলেন, "আমাদের পরিকল্পনা সফল হয়েছে। আমাদের হেড কোচ ছেলেদের যে রকম নির্দেশ দিয়েছিলেন, তারা সেই নির্দেশ পালন করেছে। সব কিছুই ঠিকঠাক হয়েছে আজ। তাই জিততে পেরেছি"।
তিনি আরও জানান, "আমাদের দলের তরুণ ফুটবলাররা দারুন খেলছে। আমনের পারফরম্যান্স তো খুবই ভালো হয়েছে। ওর জন্য একটা গোল পেয়েছি আমরা। আমাদের কোচ কার্লসও জুনিয়র খেলোয়াড়দের খুবই পছন্দ করেন, ওদের উৎসাহ দেন এবং অনেক সুযোগও দেন। ওরাও নিজেদের প্রমাণ করছে। পরের ম্যাচে আমাদের বেঙ্গালুরুর বিরুদ্ধে। ওরা নিশ্চয়ই খেলবে ওই ম্যাচেও। আশা করি সেরাটাই দিতে পারবে ওরা।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন