বুধবার আইএসএলে এফসি গোয়ার বিরুদ্ধে আওয়ে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের ৯ নম্বরে রয়েছে লাল-হলুদ বাহিনী। ছ’নম্বরে থাকা বেঙ্গালুরু এফসি-র সঙ্গে তাদের তিন পয়েন্টের দূরত্ব। তার ওপর তাদের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে সুনীল ছেত্রীর দল। অর্থাৎ, এই ম্যাচ জিতলেই সোজা হবে সেরা ছয়ে যাওয়ার রাস্তা।
লাল হলুদ কোচ কার্লস কুয়াদ্রাত ম্যাচের আগে বলেন, "এখন আর আমাদের খেলোয়াড়দের সুরক্ষিত রাখার কথা ভাবলে চলবে না। কারণ প্রতিটি পয়েন্ট এখন খুব গুরুত্বপূর্ণ। গোয়ায় আমরা তিন পয়েন্ট পাওয়ার জন্য পূর্ণশক্তির দল নিয়ে নামব। এতদিন ঘুরিয়ে ফিরিয়ে ছেলেদের খেলিয়েছি যাতে গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে চোটমুক্ত অবস্থায় পাই। মুম্বই, চেন্নাই ও ওড়িশার বিরুদ্ধে তাই রোটেশনে খেলিয়েছিলাম। কিন্তু এখন মরা-বাঁচার সময়। তাই এখন হাতের সব তাসই ব্যবহার করতে হবে"।
তিনি আরও বলেন, "এই ম্যাচে আমাদের তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করতেই হবে। এই তিন পয়েন্ট খুবই জরুরি। এখনও ১৫ পয়েন্ট পেতে পারি আমরা। প্লে অফে যেতে গেলে আমাদের নম্বর দরকার। এই ম্যাচটা আমাদের কৌশল কাজে লাগিয়ে তিন পয়েন্ট পাওয়ারও একটা সুযোগ। খুশির খবর যে, হিজাজি শুরু থেকেই খেলতে পারবে"।
প্রতিপক্ষ গোয়াকে নিয়ে কুয়াদ্রাত জানান, "ওরা গত কয়েকটা ম্যাচে ভালো খেলতে পারেনি। ফুটবল এ রকমই। দল ছন্দে না থাকলে ভালো ফল করা কঠিন হয়ে ওঠে। কয়েক সপ্তাহ আগে এই দলটাই দুর্দান্ত ফর্মে ছিল এবং ধারাবাহিক ভাবে ভালো ফল করছিল। হঠাৎ করে এখন আর সে রকম ধারাবাহিক নেই তারা"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন