ISL 2023-24: যুবভারতীতে নর্থ ইস্ট ম্যাচেই আসবে ৩ পয়েন্ট! আশাবাদী ইস্টবেঙ্গল কোচ

People's Reporter: কার্লস কুয়াদ্রাত বলেন, "গত ম্যাচে আমরা তিন পয়েন্ট প্রায় পেয়েই গিয়েছিলাম। কিন্তু একটা অনিচ্ছাকৃত ভুলেই আমাদের দু’পয়েন্ট হাতছাড়া হয়ে গেল"।
ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত
ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

সোমবার ঘরের মাঠে যুবভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। পরপর টানা হারে লিগ টেবিলে ৯ নম্বরে নেমে এসেছে লাল হলুদ ব্রিগেড। সেখান থেকে ঘুরে দাঁড়ানোই টার্গেট তাদের।

সোমবার নামার আগে ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত জানান, "অনুশীলনে আমরা অনেক কিছু করি। ফিনিশিং, বিভিন্ন পরিস্থিতিতে গোল করা, ডিফেন্স করা এই সবই। পেশাদার ফুটবলে এরকমই হয়। ভারত, ইউরোপ সব জায়গাতেই এই ভাবেই অনুশীলন হয়। অনেক চেষ্টার পরে খেলোয়াড়রা ম্যাচে পার্থক্য তৈরি করে দেয়। আমাদের প্রতিপক্ষরা কিন্তু খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। এর অর্থ আমাদের রক্ষণ ভালো। আবার এটাও সত্যি যে, আমরা অনেক সুযোগ তৈরি করেছি। কিন্তু সেগুলোর বেশিরভাগই আমরা গোলে পরিণত করতে পারছি না। দলের ছেলেদের এজন্য আরও পরিশ্রম করতে হবে। এই দুর্বলতা কাটাতে আরও কাজ করতে হবে"।

তিনি আরও বলেন, "গত ম্যাচে আমরা তিন পয়েন্ট প্রায় পেয়েই গিয়েছিলাম। কিন্তু একটা অনিচ্ছাকৃত ভুলেই আমাদের দু’পয়েন্ট হাতছাড়া হয়ে গেল। তাই আমাদের লড়াই করে যেতে হবে, যাতে আমরা অযথা পয়েন্ট না হারাই। যত পয়েন্ট আমরা খুইয়েছি, সেগুলো যদি পেতাম, তা হলে লিগ টেবলে অনেক ওপরে থাকতাম। প্রতি ম্যাচের আগে আমরা অনেক পরিশ্রম করি"।

পাশাপাশি লাল-হলুদ কোচ বলেন, এখনও পর্যন্ত ছ’টা ম্যাচ খেলেছি। এবার আমাদের ভালো ফল চাই। আমরা অনুশীলনে কত ভালো পারফরম্যান্স করি, নিজেদের উজ্জীবিত করার জন্য কত কিছু করি, আমাদের মানসিকতা এবং শারীরিক সক্ষমতা কতটা, সবাইকে বোঝাতে হবে। আশা করি আমরা ভালো ফল করতে পারবো।

ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত
AIFF: ফের ম্যাচ গড়াপেটার কালো ছায়া ভারতীয় ফুটবলে!
ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত
Super Cup 2024: জানুয়ারিতেই শুরু 'কলিঙ্গ সুপার কাপ'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in