ISL 2023-24: চেন্নাইকে অনুসরণ করেই চেন্নাই বধের লক্ষ্য কুয়াদ্রাতের

People's Reporter: কুয়াদ্রাত বলেন, বিরতিতে অনেক বেশি ট্রেনিং করতে পেরেছি। দল যাতে আরও শক্তিশালী হয়ে ওঠে সেটার চেষ্টা হয়েছে। পাশাপাশি ডিফেন্সেও উন্নতি করার চেষ্টা করেছি।
ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত
ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

চলতি আইএসএলে হারের হ্যাটট্রিক করার পর শনিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নামতে চলেছে লাল-হ্লুদ ব্রিগেড। বিগত মরসুমগুলির তুলনায় চলতি প্রতিযোগিতার শুরুটা ভালো হলেও যত সময় গড়াচ্ছে তত ছন্দপতন হচ্ছে ইস্টবেঙ্গলের। এবার কোচ কুয়াদ্রাতের লক্ষ্য চেন্নাই ম্যাচ।

আইএসএল-এ পাঁচ ম্যাচের মধ্যে তিনটি হেরে দশ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। কোচ ওয়েন কোয়েলের দলের বিরুদ্ধে নামার আগে তাই বেশ কিছুটা সতর্ক লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত

কুয়াদ্রাত বলেন, "বিরতিতে অনেক বেশি ট্রেনিং করতে পেরেছি। দল যাতে আরও শক্তিশালী হয়ে ওঠে সেটার চেষ্টা হয়েছে। পাশাপাশি ডিফেন্সেও উন্নতি করার চেষ্টা করেছি। যে ভাবে অনুশীলন হয়েছে তাতে আমি খুশি। আশা করি মাঠে তার প্রতিফলন ঘটবে"।

তিনি আরও বলেন, "আগেও বলেছি, অজুহাত খোঁজা আমাদের কাজ নয়। ফল পাওয়ার জন্য কাজ করব। মরসুমের শুরুতে ডুরান্ড কাপে আমরা ভালো খেলেছি। ড্র দিয়ে শুরু করে মোহনবাগানের বিরুদ্ধে ভালো জয় পেয়েছিলাম। তখন আমরা টানা চারটে ম্যাচে জিতেছিলাম। দলের মধ্যে সেই গতিশীলতা ছিল, কিন্তু পরে সেটা হারিয়ে যায়। আবার সেই গতিতে ফিরতে হবে আমাদের।

এই প্রসঙ্গে তিনি চেন্নাইনের উদাহরণ টেনে এনে বলেন, "চেন্নাইনের দিকে যদি দেখেন, ওরাও কিন্তু হার দিয়েই শুরু করেছিল। টানা কয়েকটা ম্যাচ হারার পর দলের গতিশীলতায় পরিবর্তন আনে এবং টানা দুটো ম্যাচ জিতে ছ’পয়েন্ট অর্জন করে। এ রকম সব দলের ক্ষেত্রেই ঘটে। দল যখন ছন্দে থাকে না, তখন পরপর দুবার পেনাল্টিও মিস হয়, যেমন আমাদের গত ম্যাচে হয়েছে। এই ভুলগুলো আমরা শোধরানোর চেষ্টা করছি। দলকে আমরা সবাই ভালোবাসি। দল খারাপ খেলুক সেটা কেউ চাইনা"।

ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত
Angel Di Maria: ২০২৪ কোপা আমেরিকাই শেষ! আর্জেন্টাইন জার্সিতে আর দেখা যাবে না ডি মারিয়াকে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in