আইএসএলের প্লে অফের সূচি ঘোষণা করল এফএসডিএল। ১৯ এপ্রিল থেকে শুরু প্লে অফ। আইএসএল ফাইনাল হবে ৪ মে।
১৯ এপ্রিল প্রথমে হবে দু’টি নক আউট ম্যাচ। যেখানে খেলবে লিগ টেবিলে তিন নম্বর থেকে ছ’নম্বরে থাকা দলগুলি। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে দু’টি সেমিফাইনাল হবে ২৩, ২৪ এবং ২৮, ২৯ এপ্রিল। যেখানে সেরা দুই দলের মুখোমুখি হবে দু’টি নক আট ম্যাচের জয়ী দুই দল।
সেমিফাইনালে দুই জয়ী দল ফাইনালে খেতাবী লড়াইয়ে মুখোমুখি হবে ৪ মে। কোথায় কোন ম্যাচ হবে, তা অবশ্য এখনও জানানো হয়নি। তা লিগ পর্ব শেষ হওয়ার পর ঘোষণা করা হবে বলেই জানা যাচ্ছে।
প্লে অফের সূচি:
নকআউট – ১৯ ও ২০ এপ্রিল
সেমিফাইনাল (প্রথম লেগ) – ২৩ ও ২৪ এপ্রিল
সেমিফাইনাল (দ্বিতীয় লেগ) - ২৮ ও ২৯ এপ্রিল
ফাইনাল – ৪ মে
ইস্টবেঙ্গল সুপার সিক্স থেকে ছিটকে যাওয়ায় প্রথম ছয় দল নিশ্চিত হয়েছে। তারা হল মুম্বই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, ওড়িশা এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স এবং চেন্নাইয়ন এফসি। বাংলার মোহনবাগান লড়ছে লিগ শিল্ড পেতে। তবে তাদের রাস্তা কঠিন হলেও অসম্ভব নয়। মোহনবাগানকে লিগ শিল্ড জিততে হলে পরবর্তী দু'টি ম্যাচই জিততে হবে। নয়তো খেতাব জিতে নেবে মুম্বই সিটি এফসি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন