ISL 2023-24: স্টারকে সরিয়ে আম্বানি গ্রুপের সংস্থা পেলো আইএসএল সম্প্রচারের দায়িত্ব

People's Reporter: কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি-র ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইএসএল। এই ম্যাচের সম্প্রচার দিয়েই আইএসএল অভিযান শুরু করবে ভায়াকম।
আইএসএল সম্প্রচার করবে ভায়াকম ১৮
আইএসএল সম্প্রচার করবে ভায়াকম ১৮ছবি - আইএসএলের ফেসবুক পেজ
Published on

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-র নয়া মরশুম। স্টারকে সরিয়ে সম্প্রচার করবে ভায়াকম ১৮। যা আম্বানি গ্রুপেরই সংস্থা। আর রিলায়েন্স গোষ্ঠীই আইএসএল আয়োজন করে। দশম বছরে পা দিচ্ছে দেশের এক নম্বর ফুটবল লিগ। আগামী মরশুমেও, অর্থাৎ ২০২৪-২৫-এও আইএসএলের সম্প্রচার করবে তারাই।

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি-র ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইএসএল। এই ম্যাচের সম্প্রচার দিয়েই আইএসএল অভিযান শুরু করবে ভায়াকম। এরপরে লিগের সব ম্যাচই টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করবে তারা। ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য আরও বড় সুখবর, জিও সিনেমা অ্যাপে আইএসএলের ম্যাচগুলি সরাসরি দেখা যাবে বিনামূল্যে।

আইএসএলের আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল-র মুখপাত্র বলেন, "ইন্ডিয়ান সুপার লিগের মিডিয়া রাইটস পার্টনার হিসেবে ভায়াকম ১৮-কে পেয়ে আমরা খুবই খুশি। যখন আমরা আইএসএল অভিযান শুরু করি, তখন আমাদের স্বপ্ন ছিল ভারতীয় ফুটবলের ইকো সিস্টেমে এক বিপ্লব আনা। এখন আমরা ফুটবলের এই উন্নয়নের দশ বছরে পা দিতে চলেছি। এই উপলক্ষে আমরা এমন একটি সংস্থাকে সঙ্গে পাচ্ছি, যাদেরও লক্ষ্যও একই, ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এ দেশের ফুটবলকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।"

ভায়াকম ১৮-র মুখপাত্র জানান, "আইএসএলের স্ট্রিমিং ও সম্প্রচার সত্ত্ব অর্জন করার মাধ্যমে ফুটবলকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও এক বড় পদক্ষেপ নিলাম আমরা। সাম্প্রতিককালে ভারতীয় ফুটবলকে এক ভিন্ন মাত্রা এনে দিয়েছে আইএসএল। তাদের সঙ্গে জুটি বেঁধে আমরা ভারতীয় ফুটবলকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখার সুযোগ পাব।"

আইএসএল সম্প্রচার করবে ভায়াকম ১৮
Sachithra Senanayake: ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার সচিত্র সেনানায়ক!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in