ডার্বি টিকিটের দাম ঠিক করলো ইস্টবেঙ্গল। ইতিমধ্যে অনলাইন টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। অফলাইন টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার থেকে। টিকিট রিডিম করার নিয়মে কোনও পরিবর্তন আসেনি। সমর্থকদের ক্লাব বা যুবভারতীর বক্স অফিস থেকে সংগ্রহ করতে হবে।
আগামী রবিবারের ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। তারা ইস্টবেঙ্গল গ্যালারি থেকে অর্থাৎ B3 তে ন্যূনতম দাম রেখেছে ১০০ টাকা। C1, C3 Right-র দাম ২০০ টাকা। C2 Right-র দাম ৪০০ টাকা। ভি আই পি টিকিটের দাম ১০০০ এবং ভিভিআইপি (লেফট) ৩০০০ টাকা।
মোহনবাগান গ্যালারির ক্ষেত্রে D3 তে টিকিটের ন্যূনতম দাম ২৫০ টাকা। C1, C3 দাম ৩৫০ টাকা (Left)। C2 (Left)-র দাম ৫০০ টাকা। D1 ৩০০ টাকা, D2 ৪০০ টাকা। A2 (Right) ৫০০ টাকা, A1 (Right) ৩০০ টাকা। এছাড়া ভিআইপি (রাইট) টিকিটের দাম ১৫০০ আর ভিভিআইপি (রাইট) ৩০০০ টাকা।
গত ডার্বিতে টিকিটের দাম নিয়ে ক্ষোভ ছিল দুই দলের সমর্থকদের মধ্যে। তবে গত বছরগুলোর ডার্বি থেকে অনেক বেশি লাভ করেছিল মোহনবাগান। এবার আয়োজক ইস্টবেঙ্গল কতটা লাভ করতে পারে সেটা নিয়ে কৌতূহল আছেই। কারণ ডার্বির দিন দুপুরে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ রয়েছে। আর সেই কারণে অনেক টালবাহানার পরে রাত ৮.৩০ টায় যুবভারতীতে ডার্বি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি যুবভারতী ভরে তাহলে বলতেই হবে এই শহরের ফুটবল উন্মাদনা এখনও বেঁচে রয়েছে।
এবারের ডার্বি ইস্টবেঙ্গলের কাছে ডু অর ডাই ম্যাচ। কারণ সুপার সিক্সে যেতে গেলে ম্যাচ জিততেই হবে। অন্যদিকে মোহনবাগানকে শিল্ড জিততে গেলে ডার্বি জিততে হবে। গত আইএসএল ডার্বি ২-২ ব্যবধানে ড্র হয়। সেই কারণে এই ডার্বি নিয়ে উত্তেজনা অনেক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন