ISL 2023-24: প্রকাশ্যে আইএসএল সূচি, মরশুমের প্রথম ডার্বি কবে দেখে নিন

People's Reporter: নতুন সূচিতে মোহনবাগানের প্রথম ম্যাচ আইএসএলে অভিষেক হওয়া পঞ্জাব এফসি-র বিরুদ্ধে। ইস্টবেঙ্গল ২৫ সেপ্টেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে যুবভারতীতে খেলবে তাদের প্রথম ম্যাচে।
কলকাতা ডার্বি
কলকাতা ডার্বিছবি - সংগৃহীত
Published on

প্রকাশ পেল ২০২৩-২৪ মরশুমের আইএসএলের সূচি। ২৮ অক্টোবর মরশুমের প্রথম ডার্বি। রাত ৮ টায় যুবভারতীতে। আর ২৮ অক্টোবরই ইডেনে রয়েছে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস বিশ্বকাপ ম্যাচ। ফলে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন রয়েই গেলো।

নতুন সূচিতে মোহনবাগানের প্রথম ম্যাচ আইএসএলে অভিষেক হওয়া পঞ্জাব এফসি-র বিরুদ্ধে, ২৩ সেপ্টেম্বর রাত ৮টা থেকে যুবভারতীতে। ইস্টবেঙ্গল ২৫ সেপ্টেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে যুবভারতীতে খেলবে তাদের প্রথম ম্যাচ।

২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। প্রথম ম্যাচে দক্ষিণী ডার্বি কোচিতে মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি। এবারের আইএসএলে রাতের ম্যাচ শুরু হবে ৮টা থেকে। যে দিন দু’টি করে ম্যাচ রয়েছে, সেই দিনগুলিতে প্রথম ম্যাচ বিকেল ৫.৩০টা থেকে। যদিও এটা প্রথম ভাগের সূচি। দ্বিতীয় ভাগ পরে দেবে এফএসডিএল। ফেডারেশন থেকে এশিয়ান কাপের ক্যাম্পের জন্য আইএসএল দেরিতে করার অনুরোধ করা হলেও এফএসডিএল সেই কথা রাখেনি।

গতবার আইএসএল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। একনজরে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের প্রথম পর্বের সূচি দেখে নিন।

আইএসএলের প্রথম ভাগে ইস্টবেঙ্গলের সূচি -

২৫ সেপ্টেম্বর বনাম জামশেদপুর (যুবভারতী, রাত ৮টা)

৩০ সেপ্টেম্বর বনাম হায়দরাবাদ (যুবভারতী, রাত ৮টা)

৪ অক্টোবর বনাম বেঙ্গালুরু (বেঙ্গালুরু, রাত ৮টা)

২১ অক্টোবর বনাম এফসি গোয়া (গোয়া, রাত ৮টা)

২৮ অক্টোবর বনাম মোহনবাগান (যুবভারতী, রাত ৮টা)

৪ নভেম্বর বনাম কেরালা ব্লাস্টার্স (যুবভারতী, রাত ৮টা)

২৫ নভেম্বর বনাম চেন্নাইয়ান এফসি (চেন্নাই, রাত ৮টা)

৪ ডিসেম্বর বনাম নর্থইস্ট ইউনাইটেড (যুবভারতী, রাত ৮টা)

৯ ডিসেম্বর বনাম পঞ্জাব (যুবভারতী, রাত ৮টা)

১৬ ডিসেম্বর বনাম মুম্বই সিটি (মুম্বই, রাত ৮টা)

২২ ডিসেম্বর বনাম ওড়িশা (যুবভারতী, রাত ৮টা)

আইএসএলের প্রথম ভাগে মোহনবাগান সুপার জায়ান্টের সূচি

২৩ সেপ্টেম্বর বনাম পঞ্জাব এফসি (যুবভারতী, রাত ৮টা)

২৭ সেপ্টেম্বর বনাম বেঙ্গালুরু এফসি (যুবভারতী, রাত ৮টা)

৭ অক্টোবর বনাম চেন্নাইয়ান (চেন্নাই, রাত ৮টা)

২৮ অক্টোবর বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী, রাত ৮টা)

১ নভেম্বর বনাম জামশেদপুর (জামশেদপুর, রাত ৮টা)

২ ডিসেম্বর বনাম হায়দরাবাদ (হায়দরাবাদ, রাত ৮টা)

৬ ডিসেম্বর বনাম ওড়িশা এফসি (যুবভারতী, রাত ৮টা)

১৫ ডিসেম্বর বনাম নর্থইস্ট ইউনাইটেড (গুয়াহাটি, রাত ৮টা)

২০ ডিসেম্বর বনাম মুম্বই সিটি (মুম্বই, রাত ৮টা)

২৩ ডিসেম্বর বনাম এফসি গোয়া (যুবভারতী, রাত ৮টা)

২৭ ডিসেম্বর কেরালা ব্লাস্টার্স (যুবভারতী, রাত ৮টা)

কলকাতা ডার্বি
Asia Cup: ভারত-পাক ম্যাচ নিয়ে গম্ভীরের 'বন্ধুত্ব বাইরে রাখা উচিত' মন্তব্যের পাল্টা দিলেন আফ্রিদি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in