ISL 2023-24: বেঙ্গালুরুকে হারিয়ে লিগ শিল্ডের আরও কাছে মোহনবাগান!

People's Reporter: লিগ শিল্ড জিততে হলে শেষ ম্যাচ জিততেই হবে মোহনবাগানকে। তাই শেষ ম্যাচে তারা অনেক বেশি চাপে থাকবেন বলে মনে করেন ম্যানুয়েল।
ISL 2023-24: বেঙ্গালুরুকে হারিয়ে লিগ শিল্ডের আরও কাছে মোহনবাগান!
ছবি - মোহনবাগান সুপার জায়ান্ট
Published on

বেঙ্গালুরু এফসিকে ৪-০ গোলে হারিয়ে লিগ শিল্ড খেতাবের আরও কাছে মোহনবাগান। সামনে শুধু মুম্বই। যুবভারতীতে মুম্বইকে হারাতে পারলেই স্বপ্নপূরণ হবে মোহনবাগান সমর্থকদের।

বৃহস্পতিবার অসুস্থতার কারণে বাগানের হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস থাকতে পারেননি। কোচিং করান হাবাসের সহকারী ম্যানুয়েল গোমেজ। ম্যাচ শেষে তিনি বললেন, "বেঙ্গালুরু এফসি প্রথম ২০-২৫ মিনিট ভালো খেলে। ওদের এই ম্যাচ থেকে কিছু হারানোর ছিল না। তাই ওরা চাপমুক্ত হয়ে খেলে। প্রথম গোলটা পেয়ে যাওয়ার পর আমরা ক্রমশ খেলা ধরে নিই। দ্বিতীয়ার্ধে আমাদের প্রতি আক্রমণ, ট্রানজিশন অনেক ভালো হয়েছে। যার ফল আমরা পাই। দলের পারফরম্যান্সে আমরা খুশি।"

তিনি আরও বলেন, "পরিবর্ত খেলোয়াড়রাও আজ যা খেলেছে, তা অনবদ্য। দলের সবাই সোমবার ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে রয়েছে। আমাদের হোড কোচ হাবাসকে আমরা খুবই মিস করছি। কলকাতার ফুটবল নিয়ে ওনার অভিজ্ঞতা, সাফল্য সবই যথেষ্ট উল্লেখযোগ্য। তাই ওঁকে ছাড়া মাঠে নেমে ভালো খেলা আমাদের খেলোয়াড়দের পক্ষে কঠিন কাজ। কিন্তু আগেও বলেছি, আমরা পেশাদার। যাই হোক না কেন, আমাদের এগিয়ে যেতে হবে। উনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কাল না হোক পরশু বা তার পরের দিন নিশ্চয়ই উনি দলের অনুশীলনে যোগ দেবেন। হয়তো শেষ ম্যাচে সাইডলাইনে তাঁকে দেখা যাবে।"

লিগ শিল্ড জিততে হলে শেষ ম্যাচ জিততেই হবে মোহনবাগানকে। তাই শেষ ম্যাচে তারা অনেক বেশি চাপে থাকবেন বলে মনে করেন ম্যানুয়েল। হাবাসের সহকারী বলেন, "শেষ ম্যাচে আমরা প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি চাপে থাকবো। কারণ, আমাদের জেতা ছাড়া সামনে আর কোনও রাস্তা নেই। সোমবার আমাদের জিততেই হবে। ওদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। ওরা ড্র করলেও লিগশিল্ড পেয়ে যাবে।"

ISL 2023-24: বেঙ্গালুরুকে হারিয়ে লিগ শিল্ডের আরও কাছে মোহনবাগান!
ISL 2023-24: আইএসএল-এর নকআউটের সূচি প্রকাশ্যে, দেখুন একনজরে
ISL 2023-24: বেঙ্গালুরুকে হারিয়ে লিগ শিল্ডের আরও কাছে মোহনবাগান!
Mohammedan SC: আগামী মরশুমে মহামেডানে রয় কৃষ্ণা! জল্পনা তুঙ্গে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in