লিগ শিল্ড জয় অতীত। এবারে আইএসএল জিতে ইতিহাস তৈরি করতে বদ্ধপরিকর মোহনবাগান। তার প্রথম ধাপ হিসেবে মঙ্গলবার ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির বিরুদ্ধে নামছে টিম সবুজ মেরুন।
মুম্বই ম্যাচের মতো এই ম্যাচেও ডাগআউটে থাকবেন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। আবার আব্দুল সামাদের চোট সারায় চিন্তা অনেকটাই কমেছে বাগানের। তবে ওড়িশার গরম একটা চিন্তার কারণ।
লিগের দুটি ম্যাচই ড্র হয়েছে। সেই বিষয়ে হাবাস বলেন, "অতীতে কী হয়েছে, তা নিয়ে আমি এখন ভাবছিই না। আমরা এখন বর্তমানে আছি। ওড়িশা যথেষ্ট ভালো দল। কারণ, ওদের একজন ভালো কোচ আছে, অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমাদের পক্ষে ম্যাচটা কঠিন হতে চলেছে। এই ম্যাচটাকে লিগের অন্য ম্যাচের মতোই খেলতে হবে। ৯০ মিনিটেই ম্যাচটা জিততে হবে আমাদের।"
তিনি আরও বলেন, "এখনই দ্বিতীয় লেগ নিয়ে ভাবার কিছু নেই। প্রথম লেগে জেতাটা বেশি কঠিন। তবে প্রথম ম্যাচে হেরে গেলে চলবে না। লিগ ম্যাচে যে দায়িত্ব নিয়ে মাঠে নেমেছি, এই ম্যাচেও সেই দায়িত্ব নিয়েই মাঠে নামতে হবে। সে জন্যই ৯০ মিনিটে ম্যাচটা জিতে এগিয়ে থাকতে হবে আমাদের"।
পশাপাশি বাগান কোচ জানান, "আবহাওয়া যে রকমই থাকুক তার সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের ছেলেদের। প্রতিপক্ষকেও তো একই পরিবেশে খেলতে হবে। এই নিয়ে কোনও অজুহাত দিলে চলবে না। তবে খেলোয়াড়দের শরীরের ওপর এর প্রভাব পড়বে। কিন্তু সে জন্য খারাপ পারফরম্যান্স দেখালে চলবে না। কৌশল ও টেকনিকে বেশি জোর দিতে হবে"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন