ISL 2023-24: শুভাশিস থেকে দিমিত্রি - লিগ শিল্ড জয়ের কৃতিত্ব হাবাসকেই দিচ্ছেন সকলে

People's Reporter: বাগান অধিনায়ক শুভাশিস বোস জানান, হাবাস এসে দলের চেহারাটাই একদম পাল্টে দেন। গত আট-ন’মাস ধরে আমরা এই খেতাব পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করেছি।
ISL 2023-24: শুভাশিস থেকে দিমিত্রি - লিগ শিল্ড জয়ের কৃতিত্ব হাবাসকেই দিচ্ছেন সকলে
ছবি - মোহনবাগানের ফেসবুক পেজ
Published on

মুম্বই এফসিকে হারিয়ে মোহানবাগান লিগ শিল্ড জিতলেও তাঁদের রাস্তাটা মোটেও সহজ ছিল না। টানা হারের জেরে মরসুমের মাঝপথে হুয়ান ফেরান্দকে হেড কোচের পদ থেকে সরিয়ে অ্যান্টোনিও লোপেজ হাবাসকে কোচ করে মোহনবাগান। আর তাতেই সাফল্য গঙ্গাপাড়ের ক্লাবে। লিগ শিল্ড জয়ের পর হাবাসকেই কৃতিত্ব দিচ্ছে দল।

বাগানের গোলমেশিন দিমিত্রি পেত্রাটস যেমন বলেন, 'কোচ হাবাস চলে আসায় দল ছন্দে চলে আসে। দলের পুরোনো ভুলত্রুটি গুলো আর হয়নি সেভাবে। তবে এটা দলের জয়। প্রথম থেকেই আমরা দল হিসেবে খেলছি। জয়টা সমর্থকদের জন্য। আমরা এই সময়টা উপভোগ করতে চাই। তারপর চেষ্টা করবো আইএসএল জেতার। চেন্নাই ম্যাচ আমরা হেরে গিয়েছিলাম। তবে সবকিছু শেষ হয়ে যায়নি। কিছু জিনিস মানিয়ে আমরা এগিয়ে গিয়েছি। আমরা নিজেদের ফোকাস হারাইনি। তারই ফল পেলাম।'

বাগান অধিনায়ক শুভাশিস বোস জানান, 'হাবাস এসে দলের চেহারাটাই একদম পাল্টে দেন। গত আট-ন’মাস ধরে আমরা এই খেতাব পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করেছি। সে জন্যই এই সাফল্য পেলাম। এখন আমাদের উপভোগ করার, সাফল্য উদযাপন করার সময়। নক আউটে জেতার জন্যও আমরা উজ্জীবিত। পরের তিনটে ম্যাচে জিতে যদি আমরা কাপ জিততে পারি, তা হলে উজ্জীবিত না হওয়ার কোনও কারণ নেই। এই আনন্দ উদযাপন করে তরতাজা হয়ে আমরা আবার মাঠে ফিরব এবং ফাইনাল খেলব, যেখানে আমরা নিজেদের উজাড় করে দেব। আরও একটা খেতাব জিততে চাই আমরা।'

গতকাল লিস্টন কোলাসো এবং কামিংসের গোলে জয় পায় মোহনবাগান। শেষে ১ গোল খেলেও তাতে লিগ শিল্ড জয়ে বাধা আসেনি।

ISL 2023-24: শুভাশিস থেকে দিমিত্রি - লিগ শিল্ড জয়ের কৃতিত্ব হাবাসকেই দিচ্ছেন সকলে
ISL 2023-24: স্বপ্নপূরণ সবুজ-মেরুনের, যুবভারতীতে মুম্বইকে ২ গোল দিয়ে লিগ শিল্ড জয় মোহনবাগানের
ISL 2023-24: শুভাশিস থেকে দিমিত্রি - লিগ শিল্ড জয়ের কৃতিত্ব হাবাসকেই দিচ্ছেন সকলে
IPL 2024: গ্যালারিতে বসে রেকর্ড দর্শকদের! গলার জোরে চেন্নাইকে টপকে গেলো মুম্বই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in