সোমবার যুবভারতীতে মরণবাঁচন ম্যাচে নামছে মোহনবাগান। মুম্বই এফসিকে হারাতে পারলেই লিগ শিল্ড জিতে নেবে সবুজ-মেরুন ব্রিগেড। সেই স্বপ্ন দেখছেন হাজার হাজার মোহনবাগান সমর্থক।
সাংবাদিক সম্মেলনে হাবাসের সহকারী ম্যানুয়েল গোমেজ জানান, 'ফুটবলে চাপ, টেনশন এসব থাকবেই। আমরা আইএসএলে কোনও দিন ওদের বিরুদ্ধে জিততে পারিনি। এটা শুধুই একটা পরিসংখ্যান। তার মানে এই নয় কোনও দিনই হারাতে পারবো না। সে সব নিয়ে আমরা ভাবছিই না। ডুরান্ড কাপের সময় এখানে আমি ছিলাম না। তখন মোহনবাগান কিন্তু মুম্বইকে হারিয়েছিল এবং চ্যাম্পিয়নও হয়েছিল। এটা সে রকমই আর একটা ম্যাচ। পরিসংখ্যান নিয়ে ভাবছি না'।
তিনি আরও বলেন, যুবভারতী ভরা গ্যালারি থাকবে আমাদের সমর্থকেরা থাকবেন, এটা আমাদের একটা বড় সুবিধা। আমাদের সমর্থকদের সামনে খেলব আমরা। আশা করি, পরিবেশ আমাদের পক্ষেই থাকবে।
পাশাপাশি ম্যানুয়েল জানান, মুম্বইয়ের দল সত্যিই খুব ভাল। খুব ভালো ভালো খেলোয়াড় আছে ওদের দলে। গত দশটা ম্যাচে অপরাজিত রয়েছে ওরা। খুবই কঠিন প্রতিপক্ষ। ওরা অনেকদিন ধরেই এক-দুই নম্বরে রয়েছে। আমাদের প্রমাণ করতে হবে ওদের বিরুদ্ধে আমরা কত ভালো খেলতে পারি। ওরা লিগশিল্ড জয়ের ক্ষেত্রে ফেভারিট হতে পারে, কিন্তু আমরা যেহেতু ষাট হাজার সমর্থকের সামনে খেলার সুযোগ পাচ্ছি, তাই সম্ভাবনাটা সমান সমান।
হাবাসের শারীরিক পরিস্থিতি নিয়ে সহকারী কোচ বলেন, হাবাস এখনও পুরো সেরে ওঠেননি। দেখা যাক, উনি রিজার্ভ বেঞ্চে থাকতে পারেন কি না। তবে আগের চেয়ে ভাল আছেন। উনি সত্যিই সুপার ব্রেনের অধিকারী। গত তিন ম্যাচে আমরা ওঁর অভাব খুবই অনুভব করেছি। লিগের শেষ ম্যাচ খেলতে আমরা। মোহনবাগান সমর্থকদের জন্য এই ম্যাচটা জিততে হবে আমাদের।
'এদিন বাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুও বললেন,'ইতিহাস কিন্তু বদলায় আমাদের মুম্বইয়ের বিরুদ্ধে রেকর্ড ভালো নয়। তবে মোহনবাগান এমন অসাধ্য সাধন বারবার করেছে। আর এবারও করবে বলে বিশ্বাস রাখি', বলেন ম্যানুয়েল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন