শনিবার আইএসএলে নিজেদের অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ গতবারের আই লিগ চ্যাম্পিয়ন পঞ্জাব এফসি। এবার আইএসএল-এ রাতের সব ম্যাচই ৮ টার সময়। ফলে সমর্থকদের চিন্তা বাড়ি ফেরার। সমর্থকদের কথা চিন্তা করে অভিনব উদ্যোগ নিল সবুজ মেরুন ম্যানেজমেন্ট।
যুবভারতীতে মোহনবাগান ম্যাচ শেষে দর্শকদের ফেরার জন্য উল্টোডাঙ্গা-সল্টলেক, সায়েন্স সিটি-সল্টলেক, শিয়ালদহ-ধর্মতলা ও স্টেডিয়াম-ধর্মতলা রুটে বাস ও তিনটি অতিরিক্ত মেট্রো চালানোর জন্য পরিবহণমন্ত্রীকে অনুরোধ করেছে মোহনবাগান ক্লাব ম্যানেজমেন্ট। মোহনবাগানের আবেদনে সাড়া দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রোর সি পি আর ও কৌশিক মিত্র বলেন, 'মোহনবাগানের অনুরোধের কথা মাথায় রেখে এবং কলকাতার ফুটবল প্রেমীদের জন্য শনিবার রাত ১০টায় সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে একটি মেট্রো ছাড়বে শিয়ালদহের উদ্দেশ্যে এবং অন্য ট্রেনটি ছাড়বে ১০টা ১০-এ।'
পাঞ্জাব ম্যাচে নামার আগে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো বলেন, 'আমরা নতুন টুর্নামেন্ট শুরু করছি। ডুরান্ড কাপ অতীত। ফুটবল মানে আমার কাছে বর্তমান ও ভবিষ্যৎ। এই লিগে সব খেলাই কম-বেশি ফাইনাল। আইএসএল সহজ টুর্নামেন্ট নয়। সকলে ঠিক মানসিকতা নিয়েই প্রস্তুত থাকতে হবে। পঞ্জাব কিন্তু দারুণ ভালো টিম। ওরা গত মরসুমে দুর্দান্ত ফুটবল খেলেছে।'
তিনি আরও বলেন, 'আমার ফোকাস ম্য়াচের ৯০ মিনিট। আমার লক্ষ্য একই, আপনারা জানেন যে, অল্প সময়ের মধ্যে আমাদের তিনটি টুর্নামেন্ট মিলিয়ে (এএফসি কাপ, আইএসএল ও কলকাতা লিগ) প্রচুর ম্য়াচ খেলতে হচ্ছে। পঞ্জাবের বিরুদ্ধে তিন পয়েন্ট ছিনিয়ে আনতে হবে। ট্রফি ধরে রাখা কঠিন হবে। ঝুঁকিও রয়েছে। সব ট্রফিই জিততে চাইব। আমাদের সমর্থকরা সঙ্গে আছেন। ঘরের মাঠে লিগ শুরু করছি। এর অনুভূতিই আলাদা।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন