ISL 2023-24: বছরের শেষে হারের হ্যাট্রিক, কেরালার কাছে হেরে বছর শেষ হুয়ান ফেরান্দোর মোহনবাগানের

People's Reporter: বুধবার যুবভারতীতে কেরালার ১-০-য় জয়ই আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে তাদের প্রথম জয়।
বুধবার কেরালা বনাম মোহনবাগান ম্যাচের দৃশ্য
বুধবার কেরালা বনাম মোহনবাগান ম্যাচের দৃশ্যছবি - মোহনবাগানের ফেসবুক পেজ
Published on

বছরের শুরুতে ট্রফি জিতলেও বছরের শেষটা মোটেই ভালো হল না মোহনবাগান সুপার জায়ান্টের। ২০২৩ সালে শেষ তিনটি ম্যাচেই হারল তারা, যা তাদের আইএসএল ইতিহাসে প্রথম। এর আগে এই লিগে কখনও টানা তিন ম্যাচে হারেনি সবুজ-মেরুন শিবির। গত দুই ম্যাচে মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার কাছে হারার পর বুধবার রাতে কেরালা ব্লাস্টার্সের কাছেও হারলো মোহনবাগান শেষ দু’টি হারই হল ঘরের মাঠে।

বুধবার যুবভারতীতে কেরালা ১-০-য় জয়ই আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে তাদের প্রথম জয়। গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকসের একমাত্র গোলে জয় পায় কেরালা। এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট অর্জন করে লিগ টেবিলের শীর্ষে উঠে পড়লো তারা।

অন্যদিকে, মোহনবাগান নেমে গেল পাঁচ নম্বরে। দশ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। টানা ৩টে হারের পর কোচ হুয়ান ফেরান্দোর থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ক্ষুব্ধ সমর্থকরা রীতিমতো হুয়ানকে সরানোর স্লোগান দিচ্ছেন। বাগান কোচ যদিও ম্যাচের শেষে বলেন, ‘যে খেলোয়াড়রা চোট পেয়ে বসে রয়েছে, তারা মাঠে না ফিরলে এই সমস্যার সমাধান করা যাবে না। গত তিন ম্যাচে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে খেলেছি। চোট-আঘাত, কার্ড সমস্যায় জর্জরিত ছিলাম আমরা। আমাদের এখন চোট-আঘাত সেরে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। আশা করি, আর কোনও চোট হবে না।’

ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে হুয়ান ফেরান্দো আরও বলেন, ‘গত সাত দিনে আমরা চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছি। নর্থইস্ট, মুম্বই, গোয়া ও কেরালার বিরুদ্ধে। যখন একেকটা ম্যাচে আমরা তিন-চারজন করে খেলোয়াড়কে হারিয়েছি, তখন সব কিছুই কঠিন মনে হয়েছে। মনে হয়েছে সকলেই আমাদের বিরুদ্ধে। এখন আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আশা করি, সময় যত গড়াবে, ততই এই দুঃসময়টা কেটে যাবে। এখন টার্গেট সুপার কাপ সেদিকে ফোকাস রাখছি।'

বুধবার কেরালা বনাম মোহনবাগান ম্যাচের দৃশ্য
WFI: ফের বিতর্কে ভারতীয় কুস্তি ফেডারেশন! নতুন গঠিত ৩ সদস্যের অ্যাড হক কমিটিতে নেই কোনও কুস্তিগীর
বুধবার কেরালা বনাম মোহনবাগান ম্যাচের দৃশ্য
ISL 2023-24: বিপক্ষে কেরালা ব্লাস্টার্স, ঘরের মাঠে কঠিন পরীক্ষার মুখে বাগান কোচ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in