গত ডুরান্ড ডার্বির নায়ক নন্দকুমারই ত্রাতা। তাঁর ম্যাজিকেই ঘরের মাঠ যুবভারতীতেই ঘুরে দাঁড়ালো ইস্টবেঙ্গল। ৪ ম্যাচ পর এদিন নর্থ ইস্টকে ৫ -০ গোলে হারিয়ে বড় জয় পেল লাল হলুদ ব্রিগেড।
এদিন শুরু থেকেই আক্রমণ নির্ভর ফুটবল খেলে শতবর্ষ প্রাচীন ক্লাব। ১৪ মিনিটের মাথায় বোরহা হেরেরার গোলে ১-০ লিড নেয় ইস্টবেঙ্গল। বিষ্ণুর বাড়িয়ে দেওয়া বল ধরে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের শটে হেরেরা বল জড়িয়ে দেন নর্থ-ইস্টের জালে। ২০ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়। ক্লেটন সিলভার ক্রস থেকে বল ধরে বক্সের বাইরে থেকে নর্থ-ইস্টের পোস্ট লক্ষ্য করে শট নেন ক্রেসপো। তবে শট টার্গেটে ছিল না।
তবে ২৪ মিনিটের মাথায় ক্লেটন সিলভার গোলে ২-০ ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। বাঁ-দিক থেকে মান্দারের ভাসানো বল হেডে নর্থ-ইস্টের জালে জড়িয়ে দেন সিলভা। ৩৪ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে গোল করতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। তবে তারা কর্নার আদায় করে নেয়। সেটিও কাজে লাগাতে পারেনি লাল-হলুদ শিবির।.
৩৫ মিনিটের মাথায় গোলের সহজ সুযোগ হাতছাড়া করে নর্থ-ইস্ট। নেস্টর বলে পা ছোঁয়ালেই ইস্টবেঙ্গলকে গোল হজম করতে হতো। তবে ফাঁকা জালে বল জড়াতে ব্যর্থ হন নেস্টর। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।
সেকেন্ড হাফে ৫৩ মিনিটে মাথায় চোট পান বোরহা হেরেরা। ম্যাচ থমকে থাকে কিছুক্ষণ। তবে মাঠ ছেড়ে যেতে রাজি হননি বোরহা। তিনি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ৬২ মিনিটে মহেশের বাড়ানো বলে গোল করেন নন্দকুমার। ৬৬ মিনিটে ফের গোল করেন নন্দকুমার। ৮১ মিনিটে নন্দকুমার ফের একটি দারুণ গোল করে হ্যাটট্রিক করেন।
এতো বড় ব্যবধানে অতীতে আইএসএলে জয় পায়নি টিম ইস্টবেঙ্গল। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ২ ধাপ এগিয়ে ৭ নম্বরে চলে এলো টিম কুয়াদ্রাত। আগামী ৯ ডিসেম্বর ফের ঘরের মাঠ যুবভারতীতে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন