ISL 2023-24: যুবভারতীতে খেলা সহজ নয় - মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে মন্তব্য ওড়িশা কোচের

People's Reporter: সেমিফাইনালের প্রথম লেগে ওড়িশার কাছে ২-১ গোলে হেরে চাপে রয়েছে মোহনবাগান।
সের্জিও লোবেরা
সের্জিও লোবেরাছবি - ওড়িশা এফসির ফেসবুক পেজ
Published on

রবিবার যুবভারতীতে হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান এবং ওড়িশা এফসি। ঘরের মাঠে 'ডু অর ডাই' ম্যাচ সবুজ-মেরুনের। তবে জয় নিয়ে আত্মবিশ্বাসী ওড়িশা কোচ।

সেমিফাইনালের প্রথম লেগে ওড়িশার কাছে ২-১ গোলে হেরে চাপে রয়েছে মোহনবাগান। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বদলার ম্যাচ মোহনবাগানের কাছে। কমপক্ষে ২-০ ব্যবধানে ম্যাচ জিততে হবে হাবাসের ছেলেদের।

ফলে শুরু থেকেই চাপ থাকবে মোহনবাগানের ওপর। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করবে বাগান। সে জন্য ম্যাচের ম্যাচের অধিক সময় হয়তো রক্ষণাত্মক খেলতে হতে পারে ওড়িশাকে।

২০১৯-২০ মরশুম থেকে আইএসএলে খেলছে ওড়িশা এফসি। প্রথমবার লিগ টেবিলে ষষ্ঠ, দ্বিতীয়বার ১১, তৃতীয় মরশুমে সপ্তমে থাকার পর গত বার তারা প্লে অফে ওঠে এবং প্রথম ম্যাচেই হেরে ছিটকে যায়। গতবার প্লে অফে মোহনবাগানের কাছেই হেরে ছিটকে যায় ওড়িশা। সেই ম্যাচের পুনরাবৃত্তি চাইছেন না ওড়িশা কোচ।

ঘরের মাঠে মোহনবাগান বরাবরই কঠিন প্রতিপক্ষ। তা এক প্রকার স্বীকার করে নেন ওড়িশা এফসি কোচ। তিনি বলেন, "যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা মোটেই সোজা নয়। বিশেষ করে মোহনবাগানের মতো বড় দলের বিরুদ্ধে। তবে এই মাঠেই আমরা এএফসি কাপের ম্যাচে ওদের হারিয়েছি। আমি আত্মবিশ্বাসী এবং ম্যাচটা নিয়ে যথেষ্ট উত্তেজিত। আমাদের দলের ছেলেরা বড় ম্যাচের জন্য সব সময়ই তৈরি থাকে। আশা করি, এই ম্যাচ আমরা জিতেই মাঠ ছাড়ব এবং ফাইনালে উঠবো"।

সের্জিও লোবেরা
IPL 2024: 'শুধু সময় নষ্ট...' - আইপিএল-এর নয়া নিয়মে অসন্তুষ্ট গাভাসকার!
সের্জিও লোবেরা
IPL 2024: আইপিএল-র ইতিহাসে লজ্জার রেকর্ড মোহিত শর্মার!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in