ইন্ডিয়ান সুপার লিগের গোল্ডেন গ্লাভস জেতার দৌড়ে রয়েছেন তিন গোলরক্ষক। ওড়িশা এফসির আমরিন্দর সিং, মুম্বই সিটি এফসির ফুরবা লাচেনপা এবং মোহনবাগানের বিশাল কাইথ এই শিরোপা জেতার জন্য লড়াই করছেন।
গোলরক্ষকরাও বর্তমানে ম্যাচের রঙ বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সে বিশ্ব ফুটবলই হোক বা ইন্ডিয়ান সুপার লিগ হোক। চলতি মরসুমে নজরকাড়া পারফরম্যান্স করছেন ভারতীয় গোলরক্ষকরা। গোল্ডেন গ্লাভসের দৌড়ে ৯টি ক্লিনসিট রেখে এগিয়ে আছেন আমরিন্দর সিং। ৮টি করে ক্লিনসিট রেখেছেন ফুরবা লাচেনপা এবং বিশাল কাইথ। যদিও এখনও সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ বাকি আছে। শেষ পর্যন্ত দেখার কে সেরার সেরা গোলকিপার নির্বাচিত হন। তবে বিশাল কাইথ এবং আমরিন্দর সিং এর আগে একবার করে গোল্ডেন গ্লাভস জিতেছেন।
আইএসএলে প্রথম অর্থাৎ ২০১৪ সালে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন গোয়ার গোলকিপার জান সেডা। ১৪ ম্যাচে ৬টি ক্লিনসিট ছিল তাঁর। ২০১৫ সালে চেন্নাইয়নের গোলরক্ষক এডেল ১৩ ম্যাচে ৬টি ক্লিনসিট রেখে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন। ২০১৬ সালে এটিকের হয়ে গোল্ডেন গ্লাভস জেতেন আমরিন্দর সিং। ৬ ম্যাচে ৫টি ক্লিনসিট রেখেছিলেন।
২০১৭-১৮ মরসুমে জেতেন জামশেদপুরের সুব্রত পাল (১৮ ম্যাচে ৭টি ক্লিনসিট)। ২০১৮-১৯ এবং ২০১৯-২০ পর পর দুটি মরসুমে এই শিরোপা জেতেন বেঙ্গালুরুর গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। ২০২০-২১ মরসুমে মোহনবাগানের অরিন্দম ভট্টাচার্য, ২০২১-২২ মরসুমে কেরালা ব্লাস্টার্সের প্রভশুখন গিল এবং ২০২২-২৩ মরসুমে মোহনবাগানের বিশাল কাইথ গোল্ডেন গ্লাভস জিতেছিলেন। ২০২৩-২৪ মরসুমেও গোল্ডেন গ্লাভস জেতার অন্যতম দাবিদার বিশাল কাইথ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন