East Bengal: ঘরের মাঠে প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের, গোয়া ম্যাচেই নির্ভর করছে কুয়াদ্রাতের চাকরি!

People's Reporter: ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত জানান, ফুটবলে‌ চাপ থাকে। সব ক্লাবে, যেকোনও পরিস্থিতিতেই থাকে। তাই এটা কোনও সমস্যা নয়। রেজাল্টের ভিত্তিতেই সবকিছু যাচাই করা হয়।
কার্লস কুয়াদ্রাত
কার্লস কুয়াদ্রাতছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

আইএসএলে পরপর দুই ম্যাচে হার। প্রবল চাপে রয়েছে ইস্টবেঙ্গল। কোচ কার্লস কুয়াদ্রাতকে সরানোর দাবি উঠছে সমর্থকদের মধ্যে। এই অবস্থায় শুক্রবার ঘরের মাঠে যুবভারতীতে এফসি গোয়ার মুখোমুখি হবে লাল হলুদ ব্রিগেড। এমনও শোনা যাচ্ছে ম্যাচ হারলেই চাকরি খোয়াতে হতে পারে কার্লস কুয়াদ্রাতকে

ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত জানান, 'ফুটবলে‌ চাপ থাকে। সব ক্লাবে, যেকোনও পরিস্থিতিতেই থাকে। তাই এটা কোনও সমস্যা নয়। রেজাল্টের ভিত্তিতেই সবকিছু যাচাই করা হয়। আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে। কেরালা ম্যাচে ভালো খেলেছি আমরা। জানি ইস্টবেঙ্গল ক্লাবের প্রচুর সমর্থক আছে। তাঁরা জয় চান। আগের বছর আমরা মরসুমে শুরুতে এবং শেষে টানা তিন ম্যাচ হারার পর জয়ে ফিরেছিলাম। আশা করছি এবারও প্রত্যাবর্তন করতে পারব। একটা জয়ই সবকিছু বদলে দেবে এটা বিশ্বাস রাখছি। আর সেই কারণেই সমর্থকদের সামনে ম্যাচটা জিততে চাই।'

প্রাক্তন ফুটবলাররা কুয়াদ্রাতের স্ট্যাটেজি নিয়ে প্রশ্ন তুলছেন। তবে লাল হলুদ কোচ বললেন 'আমি জানি না কে কী বলছেন। বড় ক্লাবের আশেপাশে এরকম আওয়াজ হয়। আমি কান দিচ্ছি না।'

আইএসলে এখনও পর্যন্ত দুটি ম্যাচই হেরেছে ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবিলে ১২ নম্বর স্থানে রয়েছে লাল-হলুদ। কলকাতা লিগে জুনিয়র দল দুরন্ত পারফর্ম করছে ঠিকই। কিন্তু আইএসএল-এ লাগাতার ব্যর্থ হচ্ছে দল।

কার্লস কুয়াদ্রাত
KKR: গম্ভীরের হটশিটে ব্রাভো! কলকাতার নয়া মেন্টর হলেন ক্যারিবিয়ান তারকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in