ISL 2024-25: দু'টো ভুল ম্যাচের রঙ বদলে দিল - এগিয়ে থেকেও মুম্বই ম্যাচ ড্র করে হতাশ বাগান কোচ

Peoples Reporter: আইএসএল-র ইতিহাসে ৩৪ ম্যাচ পর এই প্রথম ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরেও ম্যাচ জিততে পারলো না মোহনবাগান।
মোহনবাগান দল
মোহনবাগান দলছবি - মোহনবাগান সুপার জায়ান্টসের ফেসবুক পেজ
Published on

আইএসএল ২০২৪-২৫ মরসুমের শুরুটা ভালো হল না মোহনবাগানের। মুম্বইয়ের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ম্যাচ শেষ করতে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। যা নিয়ে হতাশ বাগান কোচ হোসে মোলিনা।

আইএসএল-র ইতিহাসে ৩৪ ম্যাচ পর এই প্রথম ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরেও ম্যাচ জিততে পারলো না মোহনবাগান। শুক্রবার যুবভারতীতে ম্যাচের প্রথমার্ধেই ৯ মিনিটে মুম্বই ডিফেন্ডার তিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। ২৯ মিনিটের মাথায় মোহনবাগানকে ২-০ লিড এনে দেন আলবার্তো রড্রিগেজ। ৭০ মিনিট পর্যন্ত এই ব্যবধান ধরে রাখতে পেরেছিল বাগাম শিবির। তারপর লুই আরোয়ো (৭০ মিনিট) এবং ৯০ মিনিটের মাথায় থায়ের ক্রোউমারের গোলে ম্যাচ ড্র করে মুম্বই সিটি এফসি।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বাগান কোচ মোলিনা বলেন, “ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু কিছু ভুলের জন্য এই ফলাফল হয়েছে। মুম্বই সিটি এফসি আমাদের থেকে বেশি বল দখলে রেখেছিল। কিন্তু তাতে আমাদের সমস্যা হয়নি। আমরা নিজেদের আশাতিরিক্ত ডিফেন্স করেছি। সেটা বিষয় নয়। কিন্তু দু’বার ভুল করাতেই তারা গোল করে দেয়। যেভাবে মরসুমের প্রথম ম্যাচ শেষ করতে চেয়েছিলাম তা হয়নি”।

তিনি আরও জানান, “সত্যি কথা বলতে মুম্বই সিটি এফসির মতো প্রি-সিজন আমাদের যায়নি। ওরা অনেক ভালো সুযোগ পেয়েছে নিজেদের ম্যাচের জন্য গড়ে তোলার। তারা ডুরান্ড কাপ না খেলায় ভালোভাবে অনুশীলন করতে পেরেছে। আমাদের আরও ভালো খেলতে হবে। আমি আশা করছি পরের ম্যাচে ভালো ফল করবে দল”।

অন্যদিকে মুম্বই কোচ বলেন, "আমি আমার ছেলেদের জন্য ফের গর্বিত। বিশেষ করে মরসুমের প্রথম খেলায় যখন আপনি জানেন না যে নতুন খেলোয়াড়ের চরিত্র এবং মোহনবাগান এসজি-র মতো দল ঠিক কী করতে চাইছে। আমাদের মধ্যে সেই গুণ রয়েছে যে পিছিয়ে গিয়েও ম্যাচে ফিরে আসতে পারি। এর আগেও আমরা এই কাজ করেছি। ফের একবার করে দেখালাম।

তিনি আরও বলেন, “আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম এমন পরিস্থিতির জন্য। দীর্ঘ টুর্নামেন্ট, যে কোনও ম্যাচেই এমন ঘটনা ঘটতে পারে। আমি খুব খুশি ছেলেদের খেলায়। ছোটো ছোটো জিনিস রয়েছে যেগুলো আগামী দিনে সংশোধন করতে হবে”।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in