শতাব্দী পুরনো ফুটবল প্রতিদ্বন্দ্বিতা আবার জ্বলে উঠতে চলেছে। শনিবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ম্যাচে গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে ATK মোহনবাগান এবং SC ইস্টবেঙ্গল আবারও একে অপরের মুখোমুখি। যে ডার্বি ঘিরে একটু একটু করে বাড়ছে উত্তেজনা।
নির্দিষ্ট দিনে কে তাদের স্নায়ু ধরে রাখতে পারবে সাধারণত তার ওপরেই ডার্বির হারজিত নির্ভর করে। যদিও এই মরশুমে দ্বিতীয়বার মুখোমুখি হবার আগে SC ইস্টবেঙ্গলের তুলনায় ATK মোহনবাগান ধারে এবং ভারে অনেক এগিয়ে। ভারতীয় ফুটবলের সবচেয়ে জনপ্রিয় এই ম্যাচে আগামীকাল ATK মোহনবাগান যদি হয় হট ফেভারিট সেখানে SC ইস্টবেঙ্গল আন্ডারডগ।
ইস্টবেঙ্গল ২০১৯ সালের ২৭ জানুয়ারী মোহনবাগানের বিরুদ্ধে শেষবারের মতো জয় পেয়েছিলো। এরপর দীর্ঘ সময় অপেক্ষা করলেও এখনও পর্যন্ত ইষ্টবেঙ্গল ভক্তরা তাঁদের কাঙ্খিত জয়ের মুখ দেখেননি।
SC ইস্টবেঙ্গল এবং ATK মোহনবাগান গত মরসুমে ISL-এ খেলা শুরু করেছে এবং বিপরীতমুখী ফলাফলের মুখোমুখি হয়েছে। যেখানে SC ইস্টবেঙ্গলের দুর্দশা প্রকট হয়েছে আর অন্যদিকে ATK MB চূড়ান্ত স্থানে পৌঁছেছে। গতবার নবম স্থানে শেষ করেছে SC ইস্টবেঙ্গল এবং লিগ টেবিলে দ্বিতীয় স্থান অর্জন করেছে ATK মোহনবাগান।
SC ইস্টবেঙ্গল ATKMB-এর গতবারের নায়ক অরিন্দম ভট্টাচার্যকে গোলরক্ষার দায়িত্ব দিলেও তাতে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। প্রথম ম্যাচে SC ইস্টবেঙ্গলকে হেলায় হারিয়েছে মেরিনার্সরা। উল্টোদিকে প্রথম জয় পেতে SC ইস্টবেঙ্গলকে অপেক্ষা করতে হয়েছে ১১ ম্যাচ।
শেষ ম্যাচেও মারিও রিভেরার দল হায়দ্রাবাদ এফসির কাছে পরাজিত হয়েছে। অন্যদিকে এটিকেএমবি ড্র করেছে। প্রধান কোচ হুয়ান ফেরানদো আগামীকালের ম্যাচে দলে পাবেন অভিজ্ঞ হুগো বউমাসকে, যিনি এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরবেন।
ডার্বির আগে ফেরান্ডো জানিয়েছেন, "আমি এই ফিক্সচারের অংশ হতে পেরে খুশি। আমার জন্য, এত বড় খেলায় জড়িত হওয়াটা আনন্দের। এক উত্তরাধিকারের অংশ হওয়ার সুযোগ। আমাদের লক্ষ্য ৩ পয়েন্ট পাওয়া এবং আমাদের খেলার ধরণকে আরও উন্নত করা। কোনোভাবেই ফোকাস হারানো উচিত নয়।"
এসসি ইস্ট বেঙ্গল সম্পর্কে তিনি বলেন, "সিজন শুরু হওয়ার পর থেকে এসসি ইস্টবেঙ্গল অনেক বদলে গেছে৷ আমি যদি শেষ ৩-৪টি গেমের কথা বলি, তাদের খেলোয়াড়রা আরও ভালো খেলছে, কমপ্যাক্ট গেম খেলছে এবং প্রতিপক্ষকে কঠোর ধাক্কা দিতে প্রস্তুত৷ আমার ধারণা তাদের সমর্থকরা এখন দলের পারফরম্যান্স নিয়ে খুশি।"
অন্যদিকে রিভেরা বলেন, "যখন ডার্বি খেলতে নামা হয়, তখন লিগের অবস্থান কোন ব্যাপার না। ডার্বি সবসময় আপনার শীর্ষ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে মুখোমুখি হয় এবং ফলাফল যেকোনো কিছু হতে পারে।" রিভেরার দল ১৩ ম্যাচ থেকে মাত্র ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নীচে রয়েছে।
"ATKMB-এর ISL-এ অন্যতম সেরা আক্রমণাত্মক লাইন-আপ রয়েছে। আমাদের তাদের রান থামাতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমরা তাদের বেশি খেলার সুযোগ দেবনা” জানিয়েছেন রিভেরা।
এটিকে মোহনবাগান এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিনটি খেলায় মোট ৮-১ গোলে এগিয়ে রয়েছে এবং এটি দেশের শীর্ষ লিগে খেলা শুরুর পর থেকে দু’বারের হিসেব।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন