ভারত সেরা হতেই মোহনবাগানের সামনে থেকে 'এটিকে' তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন ক্লাব কর্তা সঞ্জীব গোয়েঙ্কা। তাঁর কথা অনুযায়ী পরবর্তী মরশুম থেকেই 'মোহনবাগান সুপার জায়েন্টস' নাম নিয়ে খেলবে শতাব্দী প্রাচীন ক্লাবটি। এই ঘোষণার পরেই মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
অবশেষে সবুজ মেরুন সমর্থকদের দাবি পূরণ হতে চলেছে। মোহনবাগানের সামনে 'এটিকে' থাকবে কেন? তা নিয়ে বহুবার ক্লাব তাঁবুতে বিক্ষোভ দেখিয়েছিলেন সমর্থকরা। ক্লাব সচিব দেবাশীষ দত্ত আশ্বাস দিলেও মোহনবাগানের সামনে থেকে এটিকে ওঠেনি। এবার সেই ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা।
হিরো ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরেই সঞ্জীব গোয়েঙ্কা বলেন, "ট্রফি জিতে আমি খুবই আনন্দিত। সমস্ত সমর্থকদের আমি ধন্যবাদ জানাই। আর মোহনবাগান সমর্থকদের অনেকদিন ধরেই একটা দাবি ছিল। আমরা তাদের কথা মাথায় রেখেই 'এটিকে মোহনবাগানে'র নাম পরিবর্তন করছি। পরের মরশুম থেকে মোহনবাগানের সামনে থেকে 'এটিকে' তুলে দেওয়া হবে। নতুন নাম হবে 'মোহনবাগান সুপার জায়ান্টস'।'
তিনি আরও বলেন, নাম পরিবর্তনের বিষয়টি অনেকদিন আগে থেকেই ভাবা হচ্ছিল। শুধু আমি একটা সময়ের অপেক্ষা করছিলাম। আজ সেটা করতে পেরে নিজের খুব আনন্দ হচ্ছে। কেউ মোহনবাগানকে সরিয়ে দেয়নি। মোহনবাগান ছিল, আছে এবং থাকবে।
সঞ্জীব গোয়েঙ্কার এই ঘোষণার পরেই রীতিমতো উচ্ছ্বাসে মেতেছেন বাগান সমর্থকরা। একদিকে ভারত সেরা হওয়া, অন্যদিকে মোহনবাগানের সামনে থেকে এটিকে সরে যাওয়া - সবমিলিয়ে রবিবাসরীয় আনন্দ জমজমাট সবুজ মেরুন সমর্থকদের।
২০২০-২১ মরশুমের অধরা স্বপ্ন পূরণ হলো মোহনবাগানের। ৭৮ মিনিটের মাথায় দুই একে পিছিয়ে যাওয়ার পরে মনে হচ্ছিল খালি হাতেই ফিরতে হতে পারে প্রীতম কোটালদের। কিন্তু না, পেনাল্টি থেকে নিজের এবং দলের দ্বিতীয় গোল করে মোহনবাগানকে খেলায় রাখে দিমিত্রি পেত্রাতোস। খেলা গড়ায় অতিরিক্ত সময়। অতিরিক্ত সময়েও দুই দল বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। অবশেষে টাইব্রেকারে চার তিন গোলে সুনীলদের পরাস্ত করে এটিকে মোহনবাগান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন