স্প্যানিশ কোচ ম্যানুয়েল মানোলো দিয়াজের পর টুর্নামেন্টের মাঝ পথেই নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকুকে ছেঁটে ফেলেছে এসসি ইস্টবেঙ্গল। প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া হয়ে ওঠা লাল-হলুদরা চিমার পরিবর্তে দলে আনলো নতুন বিদেশীকে। এসসি ইস্টবেঙ্গলে নাম লেখালেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্সেলো রিবেইরো দস স্যান্টোস।
সোমবার এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, তারা ২৪ বর্ষীয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সাথে চুক্তি করেছেন। পর্তুগীজ ক্লাব গিল ভিসেন্ট এফসি থেকে লোনে এলেন মার্সেলো রিবেইরো।
কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবের সাথে স্বাক্ষর করে ব্রাজিলিয়ান ফুটবলার জানান, "আমি এসসি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে খুশি। ভারতের এটি অন্যতম বড় ক্লাব। আমি এই ক্লাবে খেলার জন্য মুখিয়ে আছি। লীগে তাদের সাহায্য করতে চাই।"
চলতি আইএসএলের মরশুমে দশ ম্যাচ খেলে ফেললেও এখনও জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল। ৪ টি ম্যাচ হেরে এবং ৬ টি ম্যাচ ড্র করে লীগ টেবিলের তলানিতে রয়েছে তারা। এই পরিস্থিতিতে মার্সেলো রিবেইরো দলের হয়ে কি ভূমিকা নেবেন তা সময়ই বলবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন