সোমবার ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় গোয়ার বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চেন্নাইয়ান এফসি এবং এসসি ইস্টবেঙ্গল। দু'বারের আইএসএল জয়ী চেন্নাইয়ের বিরুদ্ধে আজ জয় পেয়ে লীগ টেবিলে ভালো পজিশন পেতে আশাবাদী রবি ফাউলারের দল।
আজকের ম্যাচের আগে লীগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সিসাবা লাসজোর চেন্নাই। ১১ ম্যাচে ৩ টি জয় এবং পাঁচটি ড্র নিয়ে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে তারা।চেন্নাই আইএসএলের চলতি মরশুমে এখনও পর্যন্ত গোল করেছে ১০ টি এবং গোল হজম করেছে ১৪ টি। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল রয়েছে লীগ টেবিলের নবম স্থানে। ১১ ম্যাচে ২ টি জয় এবং ৫ টি ড্র নিয়ে ১১ পয়েন্ট মাত্তি স্টেইনম্যান, জ্যাকুইস ম্যাঘোমাদের। অভিষেক মরশুমে লাল হলুদরা ১১ টি গোল করেছে, কিন্তু গোল হজম করেছে ১৬ টি।
আইএসএল ২০২০-২১ মরশুমের প্রথম লীগে চেন্নাইয়কে ২-২ ব্যবধানে রুখে দেয় ইস্টবেঙ্গল। লাল হলুদদের হয়ে জোড়া গোল করেন মাত্তি স্টেইনম্যান।এবার ফিরতি লীগে বড় পরীক্ষা রবি ফাউলারের সামনে। আজ চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পেলে লীগ টেবিলে ভালো পজিশন পেতে চলেছে লাল-হলুদ শিবির।
প্রথম পর্বের ম্যাচে ওড়িশার বিরুদ্ধে গোলশূন্য ড্র এর পর ফিরতি লীগে গত ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ২-১ ব্যবধানে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে চেন্নাইয়ান এফসি।আজ ম্যাচ জিতে সেই জয়ের ধারা বজায় রাখতে বদ্ধ পরিকর লাসজোরা।অন্যদিকে গত ম্যাচে অর্থাৎ ফিরতি লীগের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের সাথে ১-১ ব্যবধানে ড্র করেছে এসসি ইস্টবেঙ্গল।সোমবার জয় নিয়ে লীগ টেবিলের ওপরে উঠতে আশাবাদী রবি ফাউলারও। সব মিলিয়ে হাড্ডা হাড্ডি লড়াইয়ের এক ম্যাচ হতে চলেছে বাম্বোলিমে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন