এফসি গোয়া বনাম নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ শেষ হয়েছে ২-২ ব্যবধানে ড্রয়ের মাধ্যমে। প্রথম লীগের ম্যাচেও দুই দলকে এক-এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। বৃহস্পতিবার গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামেও খালিদ জামিল এবং জুয়ান ফেরান্ডোকে এক-এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়।
এদিন প্রথমার্ধের ২১ মিনিটে জর্জ অত্রিজের বাড়ানো পাসে গোল করে গোয়াকে এগিয়ে দেন ভারতীয় মিডফিল্ডার আলেক্সান্ডার রোমারিও জেসুরাজ। ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নর্থইস্টকে সমতায় ফেরান উরুগুয়েন মিডফিল্ডার ফেডরিকো গেল্লেগো।
দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে নর্থইস্টের হয়ে আত্মঘাতী গোল করে বসেন গুরজিন্দর কুমার। সেইসঙ্গে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ফেরান্ডোর গোয়া। ৮৩ মিনিটে পিছিয়ে পড়া নর্থইস্টকে আবারও পেনাল্টি থেকে গোল করে সমতা এনে দেন ফেডরিকো।
আজকের খেলার শেষে টানা ৮ ম্যাচ অপরাজিত থাকলো গোয়া। যদিও টানা চার ম্যাচে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। তবে হারের মুখ দেখতে হয়নি। অন্যদিকে টানা তিনটি গুরুত্বপূর্ণ জয়ের পর এদিন ড্র করলো নর্থইস্ট। চলতি আইএসএলে পয়েন্ট তালিকা বেশ জমে উঠেছে। আজকের পর লীগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এফসি গোয়া এবং পঞ্চম স্থানে নর্থইস্ট। চতুর্থ স্থানে রয়েছে হায়দরাবাদ। তবে গোয়া, হায়দরাবাদ এবং নর্থইস্ট ইউনাইটেড, এই তিন দলেরই পয়েন্ট ১৫ ম্যাচে ২২। শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র পয়েন্ট ১৫ ম্যাচে ৩৩ এবং দ্বিতীয় স্থানে থাকা এটিকে মোহনবাগানের সংগ্রহ ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন