ISL: লীগ পর্বের শেষে এবার নক আউট - লড়াই শুরু শিরোপা জয়ের

আইএসএলের নিয়ম অনুযায়ী প্লে অফে জায়গা করে নেওয়া চার দলের মধ্যে পয়েন্ট তালিকার প্রথম দল নক আউটে মুখোমুখি হবে চার নম্বর দলের এবং দ্বিতীয় স্থানে শেষ করা দল মুখোমুখি হবে তৃতীয় স্থানে থাকা দলের।
লীগ শিল্ড জয়ী জামশেদপুর এফসি
লীগ শিল্ড জয়ী জামশেদপুর এফসি ছবি আইএসএল ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

শেষ হয়েছে আইএসএলের লীগ পর্ব। গতকালই এটিকে মোহনবাগানকে হারিয়ে শীর্ষস্থানে থেকে লীগ শিল্ড জিতে নিয়েছে জামশেদপুর এফসি। এবার পালা নক আউট পর্বের। আইএসএলের নিয়ম অনুযায়ী প্লে অফে জায়গা করে নেওয়া চার দলের মধ্যে পয়েন্ট তালিকার প্রথম দল নক আউটে মুখোমুখি হবে চার নম্বর দলের এবং দ্বিতীয় স্থানে শেষ করা দল মুখোমুখি হবে তৃতীয় স্থানে থাকা দলের।

লীগ পর্বে ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে জামশেদপুর শীর্ষ স্থান ধরে রেখেছে জামশেদপুর এফসি। দ্বিতীয় স্থানে শেষ করা হায়দরাবাদের পয়েন্ট ৩৮। ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছে এটিকে মোহনবাগান এবং ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে কেরালা ব্লাস্টার্স। সেমিফাইনালে জামশেদপুর এফসি খেলবে কেরালার বিপক্ষে এবং এটিকে মোহনবাগান খেলবে হায়দরাবাদের বিপক্ষে। প্রতিটি সেমিফাইনাল হবে দুটি লেগে।

এক নজরে দেখে নেওয়া যাক চলতি আইএসএলের লীগ পর্বে প্লে অফ নিশ্চিত করা চার দলের কিছু পরিসংখ্যান-

১. জামশেদপুর এফসি: লীগ পর্বে ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট অর্জন করেছে ওয়েন সোয়েলের দল। ইস্পাত নগরী ম্যাচ জিতেছে ১৩ টি, ড্র করেছে ৪ টি এবং হেরেছে ৫ টিতে। হায়দরাবাদের পর লীগে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ টি গোল করেছে এবং সবচেয়ে কম ২১ টি গোল হজম করেছে জামশেদপুর।

২. হায়দরাবাদ এফসি: ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট তুলে নিয়েছে ম্যানুয়াল মার্কুইজের দল। লীগে ১১ টি ম্যাচ হায়দরাবাদ জিতেছে, ৫ টি ড্র করেছে এবং ৪ টি হেরেছে। সর্বোচ্চ ৪৩ টি গোল করেছে এবং দ্বিতীয় সর্বনিম্ন ২৩ টি গোল হজম করেছে তারা।

৩. এটিকে মোহনবাগান: ২০ ম্যাচে ৩৭ পয়েন্ট অর্জন করেছে জুয়ান ফেরান্ডোর বাহিনী। সবুজ-মেরুনরা লীগে ১০ টি ম্যাচ জিতেছে, ৭ টি ড্র করেছে এবং ৩ টি ম্যাচ হেরেছে। মেরিনার্সরা গোল করেছে ৩৭ টি এবং গোল খেয়েছে ২৬ টি।

৪. কেরালা ব্লাস্টার্স: ইভান ভুকোমানোভিচের দলের সংগ্রহ ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট। ৯ টি ম্যাচ জিতেছে, ৭ টি ম্যাচ ড্র করেছে এবং ৪ টি ম্যাচে হেরেছে ব্লাস্টার্সরা। লীগ পর্বে কেরালা মোট গোল করেছে ৩৪ টি এবং গোল খেয়েছে ২৪ টি।

সেমিফাইনালের সূচি:

১১ মার্চ: জামশেদপুর বনাম কেরালা ব্লাস্টার্স- সন্ধ্যে ৭.৩০ (ফতোরদা স্টেডিয়াম, মারগাঁও)

১২ মার্চ: হায়দরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগান- সন্ধ্যে ৭.৩০ (জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম, বাম্বোলিম)

১৫ মার্চ: কেরালা ব্লাস্টার্স বনাম জামশেদপুর- সন্ধ্যে ৭.৩০ (তিলক ময়দান, ভাস্কো ডা গামা)

১৬ মার্চ: এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি- সন্ধ্যে ৭.৩০ (জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম, বাম্বোলিম)

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in