আর মাত্র একদিনের অপেক্ষা। আগামীকালই পাওয়া যাবে ইন্ডিয়ান সুপার লীগের ২০২২-২৩ মরশুমের বিজয়ী দলকে। মেগা ফাইনালে মাঠে নামছে এটিকে মোহনবাগান এবং ব্যাঙ্গালুরু এফসি। লীগ পর্যায়ে শীর্ষে থেকে আগেই লীগ শিল্ড জিতেছে মুম্বই সিটি এফসি। এখন দেখে নেওয়া যাক এবারের মরশুমে আইএসএলের সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার দৌড়ে রয়েছেন কারা।
এই মরশুমে গোল্ডেন বল জয়ের দৌড়ে রয়েছেন এটিকে মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোস, মুম্বই সিটি এফসির দুই প্লেয়ার লালিয়ানজুয়ালা ছাংতে ও জর্জ পেরেইরা দিয়াজ, ব্যাঙ্গালুরু এফসির স্ট্রাইকার শিবশক্তি নারায়ণন এবং ইস্টবেঙ্গলের ক্লেইটন সিলভা।
এগারো দলের লড়াইয়ে দলগত পারফর্ম্যান্সে অনেকটাই পিছিয়ে ইস্টবেঙ্গল। লাল হলুদদের হয়ে একাই লড়াই করেছেন ক্লেইটন সিলভা। যুগ্মভাবে চলতি আইএসএলের সর্বোচ্চ গোলদাতা তিনি। ১২ টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। ওড়িশার দিয়েগো মৌরিসিও-ও করেছেন ১২ টি গোল। মৌরিসিওর রয়েছে চারটি অ্যাসিস্টও। এটিকে মোহনবাগানের হয়ে নজর কেড়েছেন দিমিত্রি পেত্রাতোস। ৯ গোলের পাশাপাশি সাতটি অ্যাসিস্ট করেছেন অস্ট্রেলিয়ার তারকা।
এছাড়াও গোল্ডেন বল জয়ের দৌড়ে রয়েছেন মুম্বইয়ের দুই ফুটবলার লালিয়ানজুয়ালা ছাংতে এবং জর্জ পেরেইরা দিয়াজ। ছাংতে এবারের মরশুমে বেশ নজর কেড়েছেন। ১০ গোলের পাশাপাশি ৬ অ্যাসিস্ট রয়েছে তাঁর নামে। মুম্বইয়ের আর এক তারকা পেরেইরা দিয়াজ করেছেন ১১ গোল। অ্যাসিস্ট করেছেন ৬ টি। এছাড়াও ব্যাঙ্গালুরুর তরুণ ফুটবলার নারায়ণনও রয়েছেন গোল্ডেন বল জয়ের দৌড়ে। এবারের মরশুমে ৬ টি গোল করেছেন তিনি।
গত বছর গোল্ডেন বল জিতেছিলেন জামশেদপুর এফসির খেলোয়াড় গ্রেগ স্টুয়ার্ট। তার আগের মরশুমে এই পুরস্কার জিতেছিলেন রয় কৃষ্ণা। বাগানের একমাত্র খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছেন ফিজিয়ান তারকা। ভারতীয় ফুটবলারদের মধ্যে একমাত্র সুনীল ছেত্রীই এই পুরস্কার জিতেছেন। ২০১৭-১৮ মরশুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন সুনীল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন