পুজোর মধ্যে ISL-র ম্যাচ করানো সম্ভব নয়, সাফ জানালেন ক্রীড়ামন্ত্রী, বদলে যাবে কি ডার্বির দিন?

People's Reporter: সাংবাদিক সম্মেলনে অরূপ বিশ্বাস বলেন, তিনটি ম্যাচ নিয়ে আগেই আমরা জানিয়ে দিয়েছি যে ছুটির সময় ম্যাচ করানো সম্ভব নয়। কারণ সরকারি ছুটিতে থাকবেন বহু আধিকারিক।
সাংবাদিক সম্মেলনে অরূপ বিশ্বাস
সাংবাদিক সম্মেলনে অরূপ বিশ্বাসছবি - সংগৃহীত
Published on

আইএসএল-র প্রথম ডার্বি হওয়ার কথা ছিল আগামী ২৮ অক্টোবর। তবে উৎসবের মরশুম হওয়ার কারণে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ইতিমধ্যেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে ওই সময় পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ফলে ওই দিন ম্যাচ হওয়া নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে।

আবার ২৩ অক্টোবর এএফসি কাপে মোহনবাগানের ম্যাচেও পুলিশ নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস। এছাড়া ২১ অক্টোবর অর্থাৎ সপ্তমীর দিন আইএসএল মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং গোয়া। এই ম্যাচেও কোন রকম নিরাপত্তা ব্যবস্থা দেয়া সম্ভব না বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনটি ম্যাচই হওয়ার কথা ছিল যুবভারতীতে।

সাংবাদিক সম্মেলনে অরূপ বিশ্বাস বলেন, "তিনটি ম্যাচ নিয়ে আগেই আমরা জানিয়ে দিয়েছি যে ছুটির সময় ম্যাচ করানো সম্ভব নয়। কারণ সরকারি ছুটিতে থাকবেন বহু আধিকারিক। তাঁরা সারাবছর কাজ করেন এই ছুটির সময় তাঁদের অন্য কাজ থাকতেই পারে, তাঁদেরও পরিবার আছে। আবার পুজোর জন্য অনেকে ব্যস্ত থাকবেন ফলে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়"।

পুজোর সময় রয়েছে ওয়ান ডে বিশ্বকাপের ম্যাচও রয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে ২৮ অক্টোবর অর্থাৎ লক্ষ্মী পুজোর দিন ম্যাচ রয়েছে। যদিও এই ম্যাচ আগে থেকেই ঠিক ছিল বলে নিরাপত্তা নিয়ে কোনও জটিলতা নেই। আইএসএলের সূচি প্রকাশ হয়েছে কিছুদিন আগেই। এখন দেখার এফএসডিএল সূচি বদলায় কিনা।

সাংবাদিক সম্মেলনে অরূপ বিশ্বাস
'বিশ্ব ফুটবলে হয়, কলকাতা ফুটবলেও হতো' - জ্যোতিষী বিতর্কে স্টিমাচের পাশে বাইচুং
সাংবাদিক সম্মেলনে অরূপ বিশ্বাস
Asia Cup 2023: শচীনকে টপকে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ১৩,০০০ রানের মালিক কোহলি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in