ভারতের ফুটবল বিশ্বকাপ খেলা সম্ভব। যার অন্যতম কারিগর হচ্ছেন সমর্থকরা। ভারতীয় ফুটবল নিয়ে এমনই মন্তব্য করলেন জার্মান কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান।
২০০৮ সালে ১ লাখের যুবভারতীতে মোহনবাগানের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন ২০০২ বিশ্বকাপে জার্মানির তারকা গোলকিপার অলিভার কান। ২০০২ বিশ্বকাপের সোনার বলও তিনি জিতেছিলেন। একমাত্র গোলকিপার যিনি গোল্ডেন বলের মালিক।
সেই কান ফের ভারতে এলেন। তবে এবার একলকাতা নয়, মুম্বইয়ে। মুম্বইয়ে তাঁর ফুটবল অ্যাকাডেমি প্রো টেন রয়েছে। ভারতের উঠতি প্রতিভাদের খুঁজে বের করে তাঁদের তৈরী করা কানের ফুটবল স্কুলের কাজ।
ভারতে এসে কান বলেন, "পরিচর্যা করে সকলকে গড়ে তুলতে হবে। ছোটদের উচিত ফুটবলকে ভালোবেসে যাওয়া। এটাই এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। মাঝেমাঝে চলার পথে বাধা আসবে। কিন্তু থেমে গেলে চলবে না। হেরে গেলে চলবে না, লড়ে যেতে হবে। এগিয়ে যেতে হবে"।
ভারত কি বিশ্বকাপ খেলতে পারে? এই প্রশ্নে কাং জানান, 'এটা সম্ভব। আমার জীবন দিয়ে আমি শিখেছি যে, চাইলে সবটা সম্ভব। ভারতীয়দের মধ্যে ফুটবল নিয়ে একটা উন্মাদনা রয়েছে। এই উন্মাদনা, ভালোবাসাই ভারতকে বিশ্বকাপের মঞ্চে অপ্রতিরোধ্য করে তুলবে। আমি ভারতীয় ফুটবলে সাহায্য করতে পারছি এটা ভেবেই আমার ভালো লাগছে।' এর আগে কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গারও ভারতে এসে ভারতীয় ফুটবলের উন্নতির কথা বলে গেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন