James Anderson: শচীন, পন্টিংদের পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে অনন্য নজির জেমস অ্যান্ডারসনের

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যানচেস্টার টেস্টে নামার সাথে সাথেই ঘরের মাটিতে একশো টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন জিমি। এই রেকর্ড আর কোনো ক্রিকেটারের অধীনেই নেই।
জেমস অ্যান্ডারসন
জেমস অ্যান্ডারসনফাইল ছবি
Published on

টেস্ট ক্রিকেটে অনন্য এক নজির গড়লেন ব্রিটিশ স্পিড স্টার জেমস অ্যান্ডারসন। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে শততম টেস্ট ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। এই রেকর্ড আর কোনো ক্রিকেটারের অধীনেই নেই। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যানচেস্টার টেস্টে নামার সাথে সাথেই ঘরের মাটিতে একশো টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন জিমি।

নিজের দেশে সবচেয়ে বেশি টেস্ট খেলার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত কিংবদন্তী শচীন তেন্ডুলকর। যিনি ভারতের মাটিতে খেলেছেন ৯৪ টি টেস্ট। তৃতীয় স্থানে থাকা অজি কিংবদন্তী রিকি পন্টিং নিজের দেশে খেলেছেন ৯২ টি টেস্ট ম্যাচ।

ম্যানচেস্টারে এদিন ক্রিকেট কেরিয়ারের ১৭৪ তম টেস্ট ম্যাচটি খেলছেন জিমি অ্যান্ডারসন। সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। এই তালিকায় অ্যান্ডারসনের আগে রয়েছেন কেবল শচীন তেন্ডুলকর। ২০০ টি টেস্ট ম্যাচ খেলেছেন ইন্ডিয়ান লিজেন্ড। সবচেয়ে বেশি টেস্ট খেলার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন যুগ্মভাবে রিকি পন্টিং এবং স্টিভ ওয়া। দুজনেই অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১৬৮ টি টেস্ট।

ম্যানচেস্টারে এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজের নামাঙ্কিত 'জেমস অ্যান্ডারসন এন্ড' থেকে বল শুরু করেন জিমি। তাঁর হাত ধরেই প্রথম উইকেট তুলে নেয় ইংল্যান্ড। ম্যাচের পঞ্চমতম ওভারে প্রোটিয়া ওপেনার সারেল এরউইকে(৩) ফেরান অ্যান্ডারসন। প্রতিবেদন লেখা পর্যন্ত, টপ অর্ডারকে খুইয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসের শেষে প্রোটিয়ারা ৫ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করেছে।

জেমস অ্যান্ডারসন
ICC ODI Rankings: জিম্বাবোয়ের বিপক্ষে সেঞ্চুরির পুরস্কার! এক লাফে ৪৫ ধাপ এগোলেন শুবমন গিল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in