James Anderson: আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়লেন জিমি অ্যান্ডারসন

এই ম্যাচে মাঠে নেমেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে শততম টেস্ট খেলার রেকর্ড গড়েছেন অ্যান্ডারসন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে আরও এক বিশ্বরেকর্ড ব্রিটিশ মহাতারকার।
জেমস অ্যান্ডারসন
জেমস অ্যান্ডারসনফাইল ছবি, ক্রিকেট ম্যান ২-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্টে একের পর এক বিশ্বরেকর্ড গড়ে চলেছেন জিমি অ্যান্ডারসন। এই ম্যাচে মাঠে নামার সাথে সাথেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে শততম টেস্ট খেলার রেকর্ড গড়েছেন অ্যান্ডারসন। গতকাল ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিয়ে আরও এক বিশ্বরেকর্ড গড়ে ফেললেন ব্রিটিশ মহাতারকা। গ্লেন ম্যাকগ্রাথকে পেছনে ফেলে পেসার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়ে গেলেন জিমি।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ডিন এলগারের উইকেট নিয়ে ম্যাকগ্রাথকে ছুঁয়ে ফেলেন অ্যান্ডারসন। এরপর সিমোনা হার্মারকে ফিরিয়ে গড়েন বিশ্বরেকর্ড। এছাড়াও এদিন কাগিসো রাবাডাও তাঁর শিকার হন। রাবাডার উইকেট অ্যান্ডারসনের টেস্ট ক্যারিয়ারের ৬৬৪ তম উইকেট।

এতদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল ম্যাকগ্রাথের দখলে। টেস্টে ৫৬৩, ওয়ান ডে ক্রিকেটে ৩৮১ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫টি উইকেট নিয়েছেন অজি কিংবদন্তী। সব মিলিয়ে তাঁর আন্তর্জাতিক উইকেট সংখ্যা ৯৪৯টি।

ব্রিটিশ স্পিড স্টার জিমি অ্যান্ডারসনের দখলে বর্তমানে ৯৫১ টি উইকেট। টেস্ট ক্রিকেটে ৬৬৪ টি, একদিনের ক্রিকেটে ২৬৯টি এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে জিমি নিয়েছেন ১৮টি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া পেসারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাক কিংবদন্তী ওয়াসিম আক্রম (৯১৮ টি উইকেট)।

এছাড়াও মুথাইয়া মুরলীধরন এবং শেন ওয়ার্নের পর মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে তিনটি ভিন্ন দেশের বিপক্ষে টেস্ট উইকেটের সেঞ্চুরি করলেন জিমি অ্যান্ডারসন। মুরলীধরন ইংল্যান্ড, ভারত এবং দক্ষিণ আফ্রিকা-প্রত্যেকের বিরুদ্ধে ১০০ টির বেশি টেস্ট উইকেট নিয়েছেন। শেন ওয়ার্ন ১০০ টির বেশি উইকেট নিয়েছেন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। জিমি অ্যান্ডারসন অস্ট্রেলিয়া, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম পেসার হিসেবে ১০০ টেস্ট উইকেট নিয়েছেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in