২১ বছরের পথ চলা শেষ। ইংল্যান্ডের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেললেন জেমস অ্যান্ডারসন বা ক্রিকেট ময়দানের জিমি। শেষ ম্যাচে নিলেন ৪ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ এবং জিমির শেষ ম্যাচে জয়ে পেল ইংল্যান্ড। ক্যারিবিয়নদের এক ইনিংস এবং ১১৪ হারে হারিয়েছেন বেন স্টোকসরা। নিজের শেষ ম্যাচে জয় পেয়ে আনন্দিত জেমস অ্যান্ডারসন। প্রথম ইনিংসে এসেছিল মাত্র ১টি উইকেট। তবে দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার বল করে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন।
ম্যাচের শেষে তিনি বলেন, "সপ্তাহের শেষটা ভালোই হল। সকলের সাথে নিজের শেষ ম্যাচ উপভোগ করলাম। অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। একজন পেসার হিসেবে ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা খুব একটা সহজ কাজ নয়। প্রচুর স্মৃতি রয়েছে। আমার পরিবার এবং সতীর্থদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আমি সত্যিই ভাগ্যবান যে কেরিয়ারে বহু কিংবদন্তি ক্রিকেটারের সাথে খেলার সুযোগ পেয়েছি।"
২০০৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় জেমস অ্যান্ডারসনের। গোটা টেস্ট কেরিয়ারে ৭০৪টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের হয়ে ওয়ান ডে ফরম্যাটে ১৯৪টি ম্যাচে ২৬৯টি উইকেট নিয়েছেন। ২০১০ টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন জিমি। এছাড়া ২০০৪ এবং ২০১৩ সালে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার-আপ হয়েছিল। অ্যান্ডারসন ওই দু'বারও ইংল্যান্ড দলের সদস্য ছিলেন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার নিরিখে দ্বিতীয় স্থানে থেকে অবসর নিলেন জিমি। টেস্টে জেমস অ্যান্ডারসন ১৮৮টা ম্যাচ খেললেন। শচীন তেন্ডুলকর ২০০টি টেস্ট ম্যাচ খেলে অবসর নেন। ১৬৮টি টেস্ট ম্যাচ খেলে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সমস্ত ফরম্যাট মিলিয়ে সর্বাধিক উইকেটের মালিকও জেমস অ্যান্ডারসন (৯৯১)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন